for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ১৯:৫৫:৫৮
বিপিএলের ড্রাফটের আগেই ছয়টি ফ্র্যাঞ্চাইজি একজন করে দেশি ক্রিকেটার চূড়ান্ত করে নিয়েছিল। কিন্তু তাদের মধ্যে ছিলেন না মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক দল পেলেন না ড্রাফটের প্রথম ও দ্বিতীয় ডাকেও। অবশেষে তৃতীয় ডাকে ঠিকানা খুঁজে পেলেন তিনি। অভিজ্ঞ এই ডানহাতি পেসারকে নিল ঢাকা ফ্র্যাঞ্চাইজি।
সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিপিএলের ড্রাফট।
তৃতীয় ডাকে বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফির নাম উচ্চারণ করেন মাহমুদউল্লাহ। ‘এ’ ক্যাটাগরিতে থাকা এই অভিজ্ঞ ডানহাতি পেসারের মূল্য ৭০ লাখ টাকা। ড্রাফটের আগেই ঢাকার হয়ে খেলা চূড়ান্ত হয়েছিল মাহমুদউল্লাহর। আর আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে থাকা এই ফ্র্যাঞ্চাইজি প্রথম ডাকে নেয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে।
মাহমুদউল্লাহ, তামিম ও মাশরাফি- পঞ্চপাণ্ডবের তিনজনই এবারের বিপিএলে খেলবেন ঢাকার হয়ে। এছাড়া, সাকিব আল হাসানকে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স মুশফিকুর রহিমকে দলে টেনেছে।
বিপিএলের আগের সাত আসরের চারটিতে চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফির নেতৃত্বাধীন দল। প্রথম তিন আসরেই শিরোপা জেতেন তিনি। প্রথম দুবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে, পরেরবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এরপর পঞ্চম আসরে তার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স।
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। ১৮ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর। খেলা হবে তিনটি ভেন্যুতে- ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী এবং সাবেক চ্যাম্পিয়ন রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি নেই এবার। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা ও খুলনার ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল।
ঢাকা দল
সরাসরি: মাহমুদউল্লাহ, নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান)।
ড্রাফট থেকে দেশি: তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরানুজ্জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শামসুর রহমান শুভ ও ইবাদত হোসেন।
ড্রাফট থেকে বিদেশি: মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকি (আফগানিস্তান)।
ড্রাফট শেষ হওয়ার পর: রিশাদ হোসেন।
Tags: ঢাকা, তামিম-ইকবাল, বিপিএল, মাশরাফি-বিন-মর্তুজা, মাহমুদউল্লাহ-রিয়াদ
For add
For add
For add
For add
for Add