for Add

বিশ্বকাপে হেরে চলেছেন মাহমুদুল্লাহরা

দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো বাংলাদেশ ক্রিকেট দল। সুপার টুয়েলভ থেকেই বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের।

সুপার টুয়েলভে গ্রুপ : ১ -এ নিজেদের চতুর্থ ম্যাচে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল টাইগাররা। এ জয়ে সেমিফাইনালের দৌঁড়ে বেশ ভালোভাবেই টিকে রইলো দক্ষিণ আফ্রিকা। ৪ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো দক্ষিণ আফ্রিকা। আর ৪ খেলায় ৪ হারে খালি হাতে টেবিলের তলানিতে বাংলাদেশ।

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্টি ও কাগিসো রাবাদা ঝড়ে মাত্র ৮৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১৮ দশমিক ২ ওভার ব্যাট করতে পারে টাইগাররা। এরমধ্যে ৫৯ বলই ডট হয়। জবাবে ৩৯ বল বাকী রেখে জয় তুলে নেয় প্রোটিয়ারা।

প্রথম তিন ম্যাচে হেরে যাওয়ায় সপ্তম বিশ্বকাপের সেমিফাইনাল খেলা একরকম আগেই শেষই হয়ে গেছে। তবে অনেক যদি ও কিন্তুর উপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনাল ভাগ্য। শেষ দুই ম্যাচে জিতলেও গ্রুপের অন্যান্য দলগুলোর হার সেমির লাইন-আপে সুযোগ করে দিতে পারে বাংলাদেশকে। এমন সমীকরণ মাথায় নিয়ে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তাদের পরিবর্তে একাদশে সুযোগ হয় শামীম হোসেন ও নাসুম আহমেদের। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আসর থেকে ছিটকে গেছেন সাকিব।

দেখে শুনে খেলার পথে প্রথম তিন ওভার বিপদ ছাড়াই পার করে দেন বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করা দুই ওপেনার মোহাম্মদ নাইম ও লিটন দাস। এসময় ২টি চারে ১৭ রান উঠে বাংলাদেশের স্কোর বোর্ডে। ১টি করে চার আসে দুই ওপেনারের ব্যাট থেকে।

তবে চতুর্থ ওভারে বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ওভারের পঞ্চম বলে ১১ বলে ৯ রান করা নাইমকে শিকার করেন রাবাদা।

দলীয় ২২ রানে নাইমের বিদায়ে ক্রিজে আসেন সৌম্য সরকার। ইনসুইং ইয়র্কার করেন রাবাদা। বল লাগে সৌম্যর পায়ে। লেগ বিফোরের জন্য দক্ষিণ আফ্রিকার আবেদন নাকচ করে দেন নন-স্ট্রাইকের আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে সৌম্যকে খালি হাতে প্যাভিলিয়নে ফেরত পাঠায় প্রোটিয়ারা। তাই ১ বল খেলে শূন্য রানে ফিরেন সৌম্য।

ইনিংসের পঞ্চম ও নিজের তৃতীয় ওভারে আবারো দক্ষিণ আফ্রিকাকে উইকেট শিকারের আনন্দে মাতান রাবাদা। রাবাদার বাউন্সারে পরাস্ত হয়ে গালিতে রেজা হেনড্রিক্সকে ক্যাচ দেন মুশফিকুর রহিম। সৌম্যর মত খালি হাতে ফিরেন মুশফিকও।

রাবাদার সাথে উইকেট শিকারের মিছিলে যোগ দেন দক্ষিণ আফ্রিকার আরেক পেসার এনরিখ নর্টি। ইনিংসের অষ্টম ও নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট তুলে নেন নর্টি। ঘাড়ের উপর ওঠা নর্টির বাউন্সার সামলাতে না পেরে আত্মসমর্পন করেন মাহমুদুল্লাহ। আউট দিয়েছিলেন নন-স্ট্রাইকের আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বাঁচতে চেয়েছিলেন টাইগার নেতা। কিন্তু রিভিউও বাঁচাতে পারেনি ৯ বলে ৩ রান করা মাহমুদুল্লাহকে।

মাহমুদুল্লাহ বিদায়ে উইকেট আসেন আফিফ হোসেন। ডোয়াইন প্রিটোরিয়াসের করা নবম ওভারের প্রথম বলে মুখোমুখি হন আফিফ। প্রথম ডেলিভারিতেই উইকেটে ছেড়ে মারতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন আফিফ। সৌম্য-মুশফিকের পর শুন্য হাতে ফিরেন আফিফও। এতে ৩৪ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

সতীর্থদের বিদায় অন্যপ্রান্তে দাঁড়িয়ে দেখছিলেন লিটন। সাবধানে খেলে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি। তবে ১২তম ওভারে লিটনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে না পারা লিটন ৩৬ বল খেলে মাত্র ১টি চারে ২৪ রান করেন।

৪৫ রানে ষষ্ঠ উইকেট পতনে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে বাংলাদেশ। এ অবস্থায় জুটির প্রয়োজন ছিল টাইগারদের। সেটি করার চেষ্টা করেন এবারের আসরে প্রথমবারের মত খেলতে নামা শামীম ও মাহেদি। সুবিধা করতে পারেননি শামীম। ২০ বলে ১১ রান করে শামসির দ্বিতীয় শিকার হন তিনি। মাহেদির সাথে ২৫ বলে ১৯ রান যোগ করেন শামীম।

বলের সাথে পাল্লা দিয়ে রান তোলা মাহেদি শেষ পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন। ২টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। বাংলাদেশ ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা আসে যার মধ্যে ৩টি মাহেদির ব্যাট থেকে।

লোয়ার-অর্ডারে তাসকিন আহমেদ ৩ ও নাসুম আহমেদ শূন্য রান করেন। এতে ১৮ দশমিক ২ ওভারে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই টাইগারদের সর্বনিম্ন রান।

নর্টি ৩ দশমিক ২ ওভারে মাত্র ৮ রানে ৩ উইকেট নেন। রাবাদা ৪ ওভারে ২০ রানে ৩টি ও শামসি ২১ রানে শিকার করেন ২ উইকেট।
মাত্র ৮৫ রানের পুঁিজ নিয়ে প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন দলের পেসার তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার ওপেনার রেজা হেনড্রিক্সকে ব্যক্তিগত ৪ রানে লেগ বিফোর ফাঁদে ফেলেন তাসকিন।

শুরুতে উইকেট হারালেও দ্রুত রান তোলার চেষ্টা করেন আরেক ওপেনার কুইন্টন ডি কক। তিনটি চারে দক্ষিণ আফ্রিকার রানের চাকা সচল রাখেন তিনি। এরমধ্যে মাহেদির করা পঞ্চম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দু’টি চার মারেন ডি কক। তবে পঞ্চম বলে ডি ককের উইকেট উপড়ে ফেলেন মাহেদি। ১৫ বলে ১৬ রান করেন ডি কক।

পরের ওভারে আবারো উইকেট শিকার করেন তাসকিন। ডি ককের বিদায়ে উইকেটে আসা আইডেন মার্করাম রানের খাতা খোলার আগেই স্লিপে নাইমকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। ফলে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

এ অবস্থায় দলের হাল ধরেন রাসি ভান ডার ডুসেন ও অধিনায়ক তেম্বা বাভুমা। দ্রুত রান তোলার জন্য তাড়াহুড়া করেননি তারা। উইকেটে টিকে থাকাই মূল লক্ষ্য ছিল তাদের। এতে ১২ ওভার শেষে ৩ উইকেটে ৬৭ রান পায় দক্ষিণ আফ্রিকা।

বাঁ-হাতি স্পিনার নাসুমের করা ১৩তম ওভারে শরিফুল ইসলামের দুর্দান্ত ক্যাচে ভাঙ্গে ডুসেন ও বাভুমার ৪৩ বলে গড়ে উঠা ৪৭ রানের জুটি। ২৭ বলে ২টি চারে ২২ রান করেন ডুসেন। তখন জয় থেকে ৫ রান দূরে দক্ষিণ আফ্রিকা।

এরপর ডেভিড মিলারকে দলের জয় নিশ্চিত করেন বাভুমা। ২৮ বলে ৩টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৩১ রান করেন বাভুমা। ৫ রানে অপরাজিত থাকেন মিলার। বাংলাদেশের তাসকিন ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন মাহেদি-নাসুম। ম্যাচ সেরা হয়েছেন রাবাদা।

আগামী ৪ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আর নিজেদের শেষ ম্যাচে আগামী ৬ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা।

স্কোর কার্ড : (টস- দক্ষিণ আফ্রিকা)

বাংলাদেশ ইনিংস :
নাইম ক হেনড্রিক্স ব রাবাদা ৯
লিটন এলবিডব্লু ব শামসি ২৪
সৌম্য এলবিডব্লু ব রাবাদা ০
মুশফিকুর ক হেনড্রিক্স ব রাবাদা ০
মাহমুদুল্লাহ ক মার্করাম ব নর্টি ৩
আফিফ বোল্ড ব প্রিটোরিয়াস ০
শামীম ক মহারাজ ব শামসি ১১
মাহেদি ক এন্ড ব নর্টি ২৭
তাসকিন রান আউট (বাভুমা) ৩
নাসুম আহমেদ হিট উইকেট ব নর্টি ০
শরিফুল ইসলাম অপরাজিত ০
অতিরিক্ত (লে বা-১, নো-২, ও-৪) ৭
মোট (অলআউট, ১৮.২ ওভার) ৮৪
উইকেট পতন : ১/২২ (নাইম), ২/২২ (সৌম্য), ৩/২৪ (মুশফিক), ৪/৩৪ (মাহমুদুল্লাহ), ৫/৩৪ (আফিফ), ৬/৪৫ (লিটন), ৭/৬৪ (শামীম), ৮/৭৭ (তাসকিন), ৯/৮৪ (মাহেদি), ১০/৮৪ (নাসুম)।
দক্ষিণ আফ্রিকা বোলিং :
মহারাজ : ৪-০-২৩-০,
রাবাদা : ৪-০-২০-৩ (ও-৩) (নো-২),
নর্টি : ৩.২-০-৮-৩ (ও-১),
প্রিটোরিয়াস : ৩-০-১১-১,
শামসি : ৪-০-২১-২।

দক্ষিণ আফ্রিকা ইনিংস :
ডি কক বোল্ড ব মাহেদি ১৬
হেনড্রিক্স এলবিডব্লু ব তাসকিন ৪
ডুসেন ক শরিফুল ব নাসুম ২২
মার্করাম ক নাইম ব তাসকিন ০
বাভুমা অপরাজিত ৩১
ডেভিড মিলার অপরাজিত ৫
অতিরিক্ত (বা-৪, লে বা-১, ও-৩) ৮
মোট (৪ উইকেট, ১৩.৩ ওভার) ৮৬
উইকেট পতন : ১/৬ (হেনড্রিক্স), ২/২৮ (ডি কক), ৩/৩৩ (মার্করাম), ৪/৮০ (ডুসেন)।
বাংলাদেশ বোলিং :
তাসকিন : ৪-০-১৮-২ (ও-১),
শরিফুল : ৪-০-১৫-০ (ও-১),
মাহেদি : ২.৩-০-১৯-১,
নাসুম : ২-০-২২-১ (ও-১),
সৌম্য : ১-০-৭-০।

ফল : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।

সব সংবাদ

আইপিএলের দশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড : নেই কোন বাংলাদেশী ক্রিকেটার জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ৩০ নভেম্বর আইপিএলের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি পান্ত লাল-সবুজ জার্সিতে অনিশ্চিত হামজা চ্যালেঞ্জ কাপ জিতে আরেকটি ইতিহাস কিংসের ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় বিদায়ের আগ মুহূর্তে আবেগঘন পোস্ট কায়েসের গোল মিসের মহড়ায় মালদ্বীপের কাছে হার জানুয়ারিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৮ গোল করে নতুন রেকর্ড চেলসির ট্রাম্পকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু ম্যাচের মাঝেই বজ্রপাত > এক ফুটবলারের মৃত্যু তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ শুরু দাবিগুলো পূরণ করার চেষ্টা করব : প্রধান উপদেষ্টা আফগানিস্তান সিরিজে শান্তই অধিনায়ক শনিবার যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা একনজরে বিপিএলের দলগুলো সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা জেনে নিন বাফুফে নির্বাচনে কে কোন পদে… ফুটবলপ্রিয় বন্ধুকে নিয়ে স্মরণ সভা ‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’ নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ আদালতের নতুন রায়ে ‘দুঃস্বপ্ন ভাঙলো’ পগবার স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ রেকর্ড গড়ে বাংলাদেশকে হারালো ভারত নয় বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সাকিবকে নিরাপত্তা দেওয়া নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের হামলার হুমকির পর কানপুর টেস্ট শুনছে মেঘের গর্জন বাংলাদেশের জার্সিতে খেললে ইংল্যান্ডের কোনো আপত্তি নেই জ্যোতিদের লক্ষ্য বিশ্বকাপ সেমিফাইনাল বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল ভারতের কাছে হারলো বাংলাদেশ সিরিয়ার কাছে ৪ গোলে হারলো বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের কাছে হার ফিফা র‍্যাংকিং আরো পেছাল বাংলাদেশ তরফদারের প্রতিদ্বন্দ্বী কি তাহলে তাবিথ আউয়াল? ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয় : সৌরভ গাঙ্গুলি মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল! বাফুফে সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন ভারতে টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শান্ত

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add