for Add

মর্ণিং গ্লোরী বাংলাদেশ চেস চ্যাম্পিয়নশিপ ২৯ অক্টোবর শুরু

মর্ণিং গ্লোরী অনলাইন বাংলাদেশ চেস চ্যাম্পিয়নশিপ আগামী ২৯ অক্টোবর থেকে চেস.কম অনলাইন প্লাটফর্মে শুরু হচ্ছে। তিনদিনব্যাপী এ আসরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য রয়েছে আশি হাজার টাকার অর্থ পুরস্কার।

মর্ণিং গ্লোরী চেস ক্লাবের আয়োজনে ‘মর্ণিং গ্লোরী বাংলাদেশ চেস চ্যাম্পিয়নশিপ’ মূলত দুই ধাপে অনুষ্ঠিত হবে। তবে অংশগ্রহণকারীদের জন্য কোনো এন্ট্রি ফি লাগছে না। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণে আগ্রহীদের নাম তালিকাভুক্ত করার জন্য বলা হয়েছে।

প্রথমধাপ হচ্ছে বাছাইপর্ব। ২৪ অক্টোবর বিকেল ৩টায় ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এ থেকে ১২জন মূলপর্বে খেলার সুযোগ পাবেন।

দ্বিতীয় ধাপ হচ্ছে মূলপর্ব বা চূড়ান্ত পর্ব। এটি ২৯-৩১ অক্টোবর ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মূলপর্বে গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিকমাস্টার ও ফিদেমাস্টার এবং অলিম্পিয়াড স্কোয়াডের মহিলা দলের সদস্যরা সরাসরি খেলবেন। তাদের সাথে চূড়ান্তপর্বে যুক্ত হবেন বাছাইপর্ব থেকে উঠে আসা ১২ দাবাড়ু। এভাবেই মূলপর্বের খেলা অনুষ্ঠিত হবে।

মর্ণিং গ্লোরী বাংলাদেশ চেস চ্যাম্পিয়নশিপের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল বলেন, এ আসরটি শুধুমাত্র বাংলাদেশী দাবাড়ুদের নিয়েই হবে। ইতোমধ্যেই আমন্ত্রিত দাবাড়ুদের আমরা আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছি। যারা বাছাইপর্ব খেলতে আগ্রহী তাদের জন্য দিন তারিখ ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, এর বাইরে আমরা বেশকিছু খুদে প্রতিভাদের এ চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ করে দেবার চিন্তা-ভাবনা করছি।

এদিকে ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগ মূল সমন্বয়ের দায়িত্বে রয়েছেন। টুর্নামেন্ট আয়োজনের দেখভালে আছেন মনিং গ্লোরি চেস ক্লাবের সভাপতি ডা. রতন কুমার পাল। প্রয়োজনে যে কোনো তথ্যের জন্য তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

টুর্নামেন্টের চিফ আরবিটারের দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ।

মর্ণিং গ্লোরী চেস ক্লাব এ আসরের পৃষ্ঠপোষকতা করছে। তাতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন আমেরিকা প্রবাসী আরিফ জামান এবং বেশ কযেকজন নানাভাবে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন।

কুষ্টিয়ার এ ক্লাবটির এমন আয়োজন প্রশংসার দাবি রাখে। ঢাকার বাইরের অন্যসব ক্লাবগুলো থেকে অনুপ্রাণিত হবেন বলে দাবার সাথে সংশ্লিষ্ট অভিজ্ঞমহল মনে করছেন।

সব সংবাদ

নারী কাবাডি বিশ্বকাপ বাংলাদেশে! অক্টোবরে বিসিবি নির্বাচন নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের প্রথম সিরিজ জয় চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের চমক জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ শুরু অ্যান্টিডোপিং অ্যাওয়ারনেস ও স্পোর্টস মেডিসিন সেমিনার জুলাই রেভুলেশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন আনসার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা এশিয়া কাপে হার দিয়ে শুরু ভুটানের কাছে হোঁচট খেলো বাংলাদেশ স্বর্ণজয়ী ফাতেমা ছাড়াই ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ফেন্সিংয়ে জিতলেই পাওয়া যাবে সুজুকি মোটরসাইকেল প্রথম নারী পরিচালক পেলো জাতীয় ক্রীড়া পরিষদ আফঈদাদের ক্লাব এবার ৭ গোলে হারলো প্রীতির হ্যাটট্রিকে বাংলাদেশের সহজ জয় কোকো আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন মিনহাজ এসএ টি-২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে নারী ফুটবল আগামীকাল কোকো আন্তর্জাতিক দাবা শুরু ১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে হারলো আফঈদাদের ক্লাব এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবলে আনসারের শিরোপা অক্ষুণ্ন কোকো আন্তর্জাতিক দাবা ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে যে ইতিহাস সৃষ্টি করলেন রোনালদো ভারতের কাছে ২-০ গোলে পরাজয় মেনে নিল বাংলাদেশ ট্র্যাকে ফিরে আবার দ্রুততম মানব ইমরানুর, মানবী সুমাইয়া এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ আরহাব দাবায় ফিরোজ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের ৫ নারী ফুটবলার চট্টগ্রামে প্রথমবার হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট সাফ ফুটবলে বাংলাদেশের জয়ের সূচনা নারায়ণগঞ্জে জেলা দাবা শুরু টাইগারদের অনুশীলন আজ থেকে সিলেটে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু ঢাকায় হতে যাচ্ছে ‘ভেলোসিটি ১৫কে রান এডিশন ১’ চোট কাটিয়ে মাঠে ফিরছেন মেসি ২০ আগস্ট থেকে নারায়ণগঞ্জে জেলা দাবা শুরু এসএ গেমসে পদক জিততে ভলিবলের ক্যাম্প শুরু চ্যালেঞ্জ কাপে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ নারী দল ভারতে খেলতে আসতে পারেন রোনালদো ভুটানের ক্লাবে যোগ দিচ্ছেন আফঈদা-স্বপ্না ডন ব্র্যাডম্যানের ‘শূন্য’ করার সেই হতাশার দিন জাতীয় নারী হ্যান্ডবল শুরু হচ্ছে শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দীর্ঘ অপেক্ষার পর অনূর্ধ্ব-২০ নারী দল এশিয়ান কাপে তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরের জালে ৮ গোল টিটির ন্যাশনাল ক্যাম্পে সিলেকশন শুরু ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add