for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ অক্টোবর ২০২০, রবিবার, ৪:৩৮:১৬
আব্দুস সালাম মুর্শেদী এমপি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে আবারো সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি টানা তৃতীয় মেয়াদে একই পদে নির্বাচিত হলেন।
রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৩ অক্টোবরে হওয়া নির্বাচনে তিনি ৪৭টি ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি কাজী মো. সালাউদ্দিনের সম্মিলিত পরিষদের প্রার্থী ছিলেন।
সিনিয়র সহসভাপতি পদে সাবেক দুই তারকা ফুটবলারের লড়াইয়ে ১৩৫টি ভোটের মধ্যে আব্দুস সালাম মুর্শেদী ৯১টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মো. আসলাম পেয়েছেন ৪৪টি ভোট।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ বহুল প্রতীক্ষিত নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৩৯ জন। কিন্ত ভোট পড়েছে ১৩৫টি। দুজন কাউন্সিলর উপস্থিত ছিলেন না, ভোট দেননি আরো দুজন।
For add
For add
For add
For add
for Add