for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ জুন ২০১৬, রবিবার, ১৭:০৪:২৩
দীর্ঘ ২৩ বছর কোনো শিরোপার দেখা নেই আর্জেন্টিনার। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে হারার পর গত বছর কোপা আমেরিকার ফাইনালে হেরে না গেলে এই অাক্ষেপের পাল্লাটা একটু হলেও কম ভারি হতে পারতো লিওনেল মেসিদের। কিন্তু নিয়তিকে কে তো আর কেউ রুখতে পারে না!
সেই নিয়তিই এক বছরের ব্যবধানে আরও একটি ট্রফির সামনে দাড় করিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনাকে। কোপার শতবর্ষী আসরের শুরু থেকেই শিরোপা পেতে মরিয়া দলটি ওঠে এসেছে ফাইনালে। প্রতিপক্ষ সেই চিলি। যাদের বিপক্ষে হেরেই গত বছর কোপার শিরোপা পাওয়া হয়নি।
তাই এবারের ফাইনালটিকে বলা যায় আর্জেন্টিনার জন্য প্রতিশোধের ম্যাচ। গতবার টাইব্রেকারে মেসিদের এক রকম কাঁদিয়েই শিরোপা উৎসব করেছিল চিলি। তবে, এবারের আসরে গ্রুপপর্বে চিলিকে হারিয়েই কোপার মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। আগামীকাল যুক্তরাষ্টের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আবারও মুখোমুখি আর্জেন্টিনা ও চিলি। বাংলাদেশ সময় ভোর ৬টায় দুদলের লড়াইটা হবে শিরোপার জন্য।
এবারের আর্জেন্টিনাকে অবশ্য নির্ভারই মনে হচ্ছে। পুরো টুর্নামেন্ট জুড়ে ফিফা র্যাংকিংয়ের এক নম্বর দলটি ছিল দুর্দান্ত। আসরে প্রথম ম্যাচেই চিলিকে হারিয়ে শুরু করে তারা। টুর্নামেন্টে এখন পর্যন্ত মেসি-হিগুয়েন-আগুয়েরোরা দিয়েছেন মোট ১৮টি গোল।
কোপার ফাইনালে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ট্রফিটা হয়ত মেসির হাতেই শোভা পাবে।
For add
For add
For add
For add
for Add