for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ জুন ২০১৬, শনিবার, ১৮:৫৪:২৫
জিতলেই সুপার লিগ নিশ্চিত- এমন সমীকরন মাথায় নিয়ে ফতুল্লায় মাশরাফির কলাবাগান ক্রিকেট একাডেমীর বিপক্ষে মাঠে নেমেছিল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন মোহামেডান স্পোটিং ক্লাব লি.। লিগে দুই দলের পারফরমেন্স বিবেচনা করলে মাশরাফি আর মুশফিক বাহীণি দুই মেরুতেই অবস্থান করছিল। লিগের এক পর্যায়ের শীর্ষ স্থান দখল করে এগুচ্ছিল মোহামেডান। আর কলাবাগানের লড়াইটা ছিল অবনমন এড়ানোর। সেই কলাবাগান লিগে ঘুরে দাড়িয়েছে দারুন ভাবে। ফতুল্লায় আজ (শনিবার) মোহামেডানকে হারিয়ে আরও বড় চমক তৈরি করলো তারা। এই মূহুর্তে সমীকরণ এমন যে শেষ রাউন্ডে জয় পেলে সুপার লিগও নিশ্চিত হয়ে যেতে পারে মাশরাফি বাহিনীর। আর টানা দ্বিতীয় হারে সুপার লিগের জন্য শুধু অপেক্ষাই আরও বাড়লো মোহামেডান স্পোটিং ক্লাবের।
অথচ টস জিতে আগে ব্যাট করে কলাবাগানের সামনে ২৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করিয়েছিল মুশফিক বাহিণী। বিপুল শর্মার শতক আর মুশফিকের ৭৫ রানে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটেেএই রান করে মোহামেডান। জবাব দিতে নেমে তাসামুল হকের শতক (১২৬) আর ওপেনার হাসানুজ্জামানের (৯৫) ঝড়ো ব্যাটিংয়ে ৪১ বল হাতে রেখেই জয় তুলে নেয় কলাবাগান ক্রীড়াচক্র।
ম্যাচ সেরা হয়েছেন কলাবাগানের তাসামুল হক।
সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান: ৫০ ওভারে ২৯০/৬ (ইজাজ ৩২, হামিদুল ১২, নাঈম ২০, মুশফিক ৭৫, বিপুল ১০০, মিলন ২, আরিফুল ২১*, হাবিবুর ১৭*, রাজ্জাক ১/৫৬, সাব্বির ৩/৭৭, মাশরাফি ০/৪১, শাহবাজ ১/৪৮, তানভির ১/২৩, শরিফুল্লাহ ০/৪২)।
কলাবাগান :৪৩.১ ওভারে ২৯১/৪ (জসিমউদ্দিন ০, হাসানুজ্জামান ৯৫, তাসামুল ১২৬*, ডোগরা ৮, মেহরাব ১, তানভির ৫২*, নাজমুল ১/৩১, শুভাশিস ০/৫৯, বিপুল ০/৬০, নাঈম জুনিয়র ১/৬৮, হাবিবুর ০/১৭, আরিফুল ০/১৯, নাঈম ২/৩৫)।
ফল: কলাবাগান ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দা মাচ: তাসামুল হক।
For add
For add
For add
For add
for Add