for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ মে ২০১৬, বৃহস্পতিবার, ১৫:৩৪:৩৫
বৃষ্টি আইনে টার্গেটটা একটু বড়ই হয়ে গিয়েছিল। আগের দিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেখ জামাল ৩৮ ওভারে ৯ উইকেটে ১৬৮ রান করলেও, দ্বিতীয় দফার বৃষ্টি ৩৮ ওভারে গাজী গ্রুপের সামনে টার্গেট দাড় করায় ১৯৬। গতকাল (বুধবার) ৩ উইকেটে ৮৩ রান করার পর বৃষ্টি নামলে ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। আজ (বৃহস্পতিবার) পুনঃরায় খেলা শুরু হলে জয়ের খুব কাছে গিয়েও হেরে গেছে গাজী গ্রুপ ক্রিটার্স। শেখ জামাল ধানমন্ডি ক্লাব জয় পেয়েছে ৪ রানে।
বেলা ১১টা ১৫ মিনিটে খেলা শুরু হলে ব্যাট করেতে আসেন অপরাজিত দুই ব্যাটসম্যান এনামুল হক বিজয় এবং অলক কাপালি। ৬ রান যোগ হতেই ফিরে যান অলক কাপালী। দলীয় ১১৩ রানের মাথায় ৫৩ রান করে ফিরেন এনামুল হক বিজয়। এরপর দলের হয়ে একাই লড়েছেন ফরহাদ হোসেন। ৩৭.৫ ওভারে যে বলটিতে ক্যাচ হয়ে ফিরেন, সেটি মূলত মেরেছিলেন বাউন্ডারির জন্য। কিন্তু দুর্দাভ্য তাঁর এবং গাজী গ্রুপ ক্রিকেটার্সের। শেষ ব্যাটসম্যন হিসেবে মাহমুদউল্লাহর বলে সোহাগ গাজীর হাতে ক্যাচ হয়ে ফিরেন ফরহাদ। শেখ জামাল জয় পয় ৪ রানে। শেখ জামালের মুক্তার আলী ৩৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। এছাড়া আরাফাত সানি ও ওয়াহিদুল আলম ২টি করে এবং শফিউল ইসলাম ও মাহমুদউল্লাহ ১টি করে উইকেট পান। ম্যাচ সেরা হয়েছেন মুক্তার আলী।
এই জয়ে পয়েন্ট টেবিলে শেখ জামালের অবস্থান এখন আট নম্বরে। ৭ খেলায় ৪ জয় আর ৩ হার নিয়ে তাদের পয়েন্ট ৮। সমান পয়েন্ট নিয়েও পাঁচে অবস্থান করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ছয় ও সাতে আছে প্রাইম ব্যাংক এবং ব্রাদার্স ইউনিয়ন। সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে মোহামেডান স্পোটিং ক্লাব লি.। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে প্রাইম দোলেশ্বর। অষ্টম রাউন্ডের খেলা মাঠে গড়াবে ২৪ মে থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল: ৩৮ ওভারে ১৬৮/৯ (জয়রাজ ২৮, আব্দুল্লাহ ৬৯, মার্শাল ৬, মাহমুদউল্লাহ ৩০, জাবিদ ১৩, মুক্তার ০, সাদাত ০, সোহাগ ১৫*, ওয়াহিদুল ২, শফিউল ২; দেলোয়ার ০/২৮, সাঈদ আনোয়ার ২/২৭, শরিফ ৪/৪৩, মেহেদি ০/১০, অলক ০/২২, মইনুল ০/৩৩, মুস্তাফিজ ১/৫)।
গাজী গ্রুপ: ৩৭.৫ ওভারে ১৯১/১০ (এনামুল ৫৩, শামসুর ১৯, মেহেদি ৫, সাঈদ আনোয়ার ৫, অলক ১৬, ফরহাদ হোসেন ৫৩, ফারুক হোসেন ২২; শফিউল ১/৫৪, সানি ২/২৫, ওয়াহিদুল ২/২৪, মাহমুদউল্লাহ ১/১৭, মুক্তার আলী ৪/৩৭)।
ফল: শেখ জামাল ৪ রানে জয়ী (ডি/এল)
ম্যান অব দ্যা ম্যাচ: মুক্তার আলী
For add
For add
For add
For add
for Add