for Add

ঢাকা প্রিমিয়ার লিগ

রিজার্ভ ডেতে শেখ জামাল-গাজীর ম্যাচ

Gazi-Sharifমিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল এবং গাজী গ্রুপের মধ্যকার ম্যাচে আজ (বুধরাব) সব আলো কেড়ে নিয়েছিলেন গাজী গ্রুপের পেসার মেহাম্মদ শরিফ। জাতীয় দলের সাবেক এই তারকা এবারের প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিক তলে নেন। তবে জয় কিংবা পরাজয় কোন ফল জানা হয়নি তাঁর বা তাদের। মিরপুরে দুই দলের ম্যাচটি গড়িয়েছে রিজার্ভ ডেতে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়েছিল গাজী গ্রুপ। প্রথমে ব্যাট করতে নেমে শেখ জামালের শুরুটা খারাপ ছিল না। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার জয়রাজ শেখ (২৮) ও আব্দুল্লাহ আল মামুন (৬৯) তুলেন ৬২ রান। ২৯ ওভারে ৩ উইকেটে ১২০ করার পর বৃষ্টি হানা দিলে ম্যাচ নেমে আসে ৩৮ ওভারে। শেখ জামাল তুলে ৯ উইকেটে ১৬৮।

তবে বৃষ্টির পর নায়ক শুধুই মোহাম্মদ শরীফ। প্রথম ৫ ওভারে ৩২ রান দিয়েছিলেন। ফিরে এসেই তুলেন হ্যাটট্রিক। মাহমুদইল্লাহ, জাবিদ, নাসমুস সাদাদকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরন করেন তিনি। উইকেট পেয়েছেন হ্যাটট্রিক করার পরের বলেও। তবে সেটি ছিল রান আউট। তাঁর ওমন বোলিংয়েই ৩ উইকেটে ১৪৯ থেকে ৭ উইকেটে ১৪৯-এ পরিণত হয় শেখ জামাল। শেষ পর্যন্ত ৩৮ ওভারে ৯ উইকেটে ১৬৮ রানে থামে ধানমন্ডির দলটির ইনিংস। আব্দুল্লাহ আল মামুন সর্বোচ্চ ৬৯ এবং মাহমুদ উল্লাহ ৩০ রান করেন।

বৃষ্টি আইনে গাজী গ্রুপের টার্গেট দাড়ায় ৩৮ ওভারে ১৯৬। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ১৬.১ ওভারে ৩ উইকেটে ৮৩ তুলার পর বৃষ্টি হানা দেয়। ফলে ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। জয়ের জন্য গাজী গ্রুপের এখনও পয়োজন ১১৩ রান। হাতে আছে ৭ উইকেট ও ২১.৫ ওভার। উইকেটে আছেন এনামুল হক (৩৬) ও অলক কাপালী (১৪)।

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল: ৩৮ ওভারে ১৬৮/৯ (জয়রাজ ২৮, আব্দুল্লাহ ৬৯, মার্শাল ৬, মাহমুদউল্লাহ ৩০, জাবিদ ১৩, মুক্তার ০, সাদাত ০, সোহাগ ১৫*, ওয়াহিদুল ২, শফিউল ২; দেলোয়ার ০/২৮, সাঈদ আনোয়ার ২/২৭, শরিফ ৪/৪৩, মেহেদি ০/১০, অলক ০/২২, মইনুল ০/৩৩, মুস্তাফিজ ১/৫)।

গাজী গ্রুপ: ১৬.১ ওভারে ৮৩/৩ (এনামুল ৩৬*, শামসুর ১৯, মেহেদি ৫, সাঈদ আনোয়ার ৫, অলক ১৪*; শফিউল ০/২২, ০/২৬, সানি ২/১৩, ওয়াহিদুল ১/৮, মাহমুদউল্লাহ ০/১২)।

ফল: ম্যাচ রিজার্ভ ডেতে

সব সংবাদ

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল কিশোরী ফুটবলাররা রোববার মধ্যপ্রাচ্যে যাচ্ছে বাংলাদেশের লক্ষ্য আফগানিস্তানকে হোয়াইটওয়াশ ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনে গলদঘর্ম বাফুফে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’ উন্মোচন করলো ফিফা পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ বিশ্বকাপ বাছাই উপলক্ষে হকির ক্যাম্প শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add