for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার, ২০:৫৫:৫২
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠানরত দুবাই ওপেন দাবার চতুর্থ রাউন্ড শেষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ৩ পয়েন্ট নিয়ে ৩২ জনের সঙ্গে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। অপর গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব আড়াই পয়েন্ট ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন দুই পয়েন্ট অর্জন করেছেন। চতুর্থ রাউন্ডের খেলায় রাকিব আজাবাইজানের গ্র্যান্ডমাস্টার সাফারলি এলটাজের সঙ্গে ড্র করেন। রাজীব আরব আমিরাতের সালেহ নাগিবকে হারান এবং মিনহাজ ইরানের গোদারজ কাসরার সঙ্গে ড্র করেন।
For add
For add
For add
For add
for Add