for Add
স্পোর্টস ডেস্ক : ৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১:৩৩:৫৫

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ-২০২৫ উপলক্ষে টঙ্গী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। নিজেদের আঙিনায় প্রতিযোগিতা বলে সেরা সাফল্যের লক্ষ্যে জোড় প্রস্তুতি নিচ্ছেন আর্চাররা।
এদিকে আজ টঙ্গির আর্চারি ট্রেনিং সেন্টারে বাংলাদেশ লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চার লিগের পয়েন্ট যোগ করে সেরা হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। রানার্সআপ হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। যৌথভাবে তৃতীয় হয়েছে তীরন্দাজ ও বাংলাদেশ আনসার।
আগামী ৮-১৪ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৪তম এশিয়ান আর্চারী। জাতীয় স্টেডিয়ামে ৮ থেকে ১২ নভেম্বর এবং আর্মি স্টেডিয়ামে ১৩ ও ১৪ নভেম্বর, দুই ভেন্যুতে প্রতিযোগিতা চলবে। ঘরের মাঠের এবারের আসরে ভালো করার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিখ, ‘এটা আমাদের জন্য সম্মানের যে, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য এশিয়ান ফেডারেশন আমাদের উপর আস্থা রেখেছে। এটা অনেক বড় দায়িত্ব। আমরা নিজেদের মাঠে অবশ্যই ভালো করতে চাই। আমরা রোমাঞ্চ নিয়ে সামনের দিকে তাকিয়ে আছি।
আপনাদের মনে থাকবে, ২০২১ সালে যখন এখানে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ হয়েছিল, আমরা তিনটি পদক পেয়েছিলাম। কিন্তু সবশেষ ২০২৩ সালে ব্যাংককের আসরে আমরা কিছুই পাইনি। তো আমি চাই, ২০২১ সালে যে সাফল্য আমরা এখানে পেয়েছিলাম, সেটার পুনরাবৃত্তি করতে।’
দলের আরেক কোচ নূরে আলম বলেন, “সারা বছরই ক্যাম্প চলমান থাকে। কারো কারো ব্যক্তিগত কোনো কাজ থাকলে ছুটি দেওয়া হয়। যেমন এসএসপি পরীক্ষা বা বিশেষ কোনো প্রয়োজনে আর্চাররা ছুটি পায়। সবাই সারাক্ষণ ক্যাম্পে থাকায় প্রস্তুতি ভালো। নতুন যারা আছে, তারাও বিশ্বমানের। আশা করি, তারা ভালো করবে।’
কোচ সাগর ইসলাম বলেছেন, ‘বিগত সময়ে আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি। অনুশীলন করেছি। আমাদের প্রস্তুতিটা আমরা আমাদের মতো করেই নিয়েছি। আলহামদুলিল্লাহ, প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। আমরা নিজেদের মাঠে খেলব, এই সুবিধাটা আমাদের আছে। এবার আমাদের লক্ষ্য উপরে থাকার। এ লক্ষ্য নিয়েই আমরা এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে নামব। সবগুলো ইভেন্টেই আমাদের শক্তিশালী দল আছে। আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব।’
এ নিয়ে তৃতীয়বারের মতো আর্চারির এই মর্যাদাকর ইভেন্ট আয়োজন হচ্ছে ঢাকায়। এর আগে ২০১৭ ও ২০২১ সালে সফলভাবে এই আয়োজন সম্পন্ন করেছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশন।
২০২১ সালের আসরে একটি রূপা ও ২টি ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ, রিকার্ভ মিশ্র দ্বৈতে এসেছিল রূপা। ছেলে ও মেয়েদের দলগত রিকার্ভে বাংলাদেশ পেয়েছিল দলগত ব্রোঞ্জ।
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল :
রিকার্ভ পুরুষ দল : আব্দুর রহমান আলিফ, মোঃ সাগর ইসলাম, মো: রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহা।
রিকার্ভ মহিলা দল : সিমা আক্তার শিমু, ইতি খাতুন, সোনালি রায় ও মোসা: মনিরা আক্তার।
কম্পাউন্ড পুরুষ দল: মোহাম্মাদ আশিকুজ্জামান, হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও মোঃ সোহেল রানা।
কম্পাউন্ড মহিলা দল : বন্যা আক্তার, পুষ্পিতা জামান, কুলসুম খাতুন ও মিথিলা আক্তার।
কোচ : মার্টিন ফ্রেডরিক (প্রধান কোচ), মো: নুরে আলম, মোহাম্মাদ হাসান ও রিনা চাকমা।
টিম ম্যানেজার : উইং কমান্ডার মোহাম্মাদ একরামুল হক।
For add
For add
For add
For add
for Add