for Add
নিজস্ব প্রতিবেদক : ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ২২:৩৬:৩৪

জাতীয় নারী দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম হ্যাটট্রিক শিরোপা জয় করেছেন। এগার খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখান। আজ ৩১ অক্টোবর শনিবার একাদশ বা শেষ রাউন্ডে নিজ দলের নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুর সাথে ড্র করেন।
তবে সাত পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ নৌবাহিনীর নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ এবং কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো রানারআপ, তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য আগামীকাল ১ নভেম্বর শনিবার প্লে-অফ ম্যাচে অবর্তীর্ণ হবেন।
এদিকে সাড়ে ছয় পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান লাভ করেনবাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু।
অপরদিকে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম ও বাংলাদেশ আনসারের নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস ষষ্ঠ ও সপ্তম স্থানের জন্য আগামীকাল শনিবার) প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবেন।
এছাড়া পাঁচ পয়েন্ট সংগ্রহ করায় বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন ও মানিকগঞ্জের নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা অষ্টম ও নবম স্থানে জন্য আগামীকাল শনিবার বিকালে প্লে-অফ ম্যাচে অবতীর্ণ হবেন।
সাড়ে চার পয়েন্ট নিয়ে নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা দশম, আড়াই পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ একাদশ এবং জান্নাতুল প্রীতি দুই পয়েন্ট নিয়ে দ্বাদশতম হয়েছেন।
আজ একাদশ বা শেষ রাউন্ডে নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভার কাছে হেরে যান। নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌসকে পরাজিত করেন। নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন হারিয়েছেন নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে।নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিমকে পরাজিত করেন। বরিশালের জান্নাতুল প্রীতি এ রাউন্ডের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোর সাথে ড্র করেন।
For add
For add
For add
For add
for Add