for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১৮:০০:৪৮

জাতীয় স্টেডিয়াম সংলগ্ন ঐতিহাসিক পল্টন ময়দানে আজ ২৪ অক্টোবর থেকে আর্টিসান ষষ্ঠ জাতীয় পুরুষ ও তৃতীয়য জাতীয় নারী সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সেপাক টাকরোর অগ্রগতির প্রশংসা করে বলেন, সেপাক টাকরো বাংলাদেশে জনপ্রিয় না হলেও যেভাবে এগিয়ে যাচ্ছে আমার মনে হয় আন্তর্জাতিক পর্যায়ে ভালো একটি অবস্থায় পৌঁছাতে পারবে। তিনি সরকারি সহায়তার আশ্বাস দেন এবং স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথি ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অ্যান্ড বিজনেস ইউনিট হেড জাহিন সাজিদুল ইসলাম, ডিরেক্টর সিডি অপারেশনস অ্যান্ড এক্সেলেন্স মো. তাফিজুল ইসলাম পিয়াল এবং আর্টিসান আউট ফিটার্স লিমিটেডের চেয়ারম্যান অনিতা গমেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সহসভাপতি আলী আহম্মেদ রাসেল। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী প্রমুখ।
এ বছর পুরুষ বিভাগে ২০টি এবং নারী বিভাগে ১০টি জেলা অংশগ্রহণ করছে। পুরুষ বিভাগে চট্টগ্রাম জেলা, রাজশাহী জেলা, কিশোরগঞ্জ জেলা, শেরপুর জেলা, পঞ্চগড় জেলা, সাতক্ষীরা জেলা, মুন্সিগঞ্জ জেলা, ফরিদপুর জেলা, পাবনা জেলা, মানিকগঞ্জ জেলা, নাটোর জেলা, ঢাকা জেলা, চুয়াডাঙ্গা জেলা, নারায়ণগঞ্জ জেলা, নড়াইল জেলা, সুনামগঞ্জ জেলা, নোয়াখালী জেলা, গোপালগঞ্জ জেলা, জয়পুরহাট জেলা, নিলফামারী জেলা এবং নারী বিভাগে রাঙামাটি জেলা, বরিশাল জেলা, জয়পুরহাট জেলা, নারায়নগঞ্জ জেলা, চুয়াডাঙ্গা জেলা, নিলফামারী জেলা, চট্টগ্রাম জেলা , ঢাকা জেলা, ফরিদপুর জেলা, রাজশাহী জেলা অংশ নিচ্ছে।

উদ্বোধনী দিনে পুরুষ বিভাগে চট্টগ্রাম ২-০ সেটে কিশোরগঞ্জকে, পঞ্চগড় ২-১ সেটে শেরপুরকে, মানিকগঞ্জ ২-১ সেটে পাবনাকে, নারায়ণগঞ্জ ২-১ নড়াইলকে, জয়পুরহাট ২-১ সেটে গোপালগঞ্জকে পরাজিত করে। এদিকে নারী বিভাগে বরিশাল ২-০ সেটে নারায়ণগঞ্জকে, নীলফামারী ২-০ রাজশাহীকে, ঢাকা ২-০ সেটে ফরিদপুরকে এবং রাঙামাটি ২-০ সেটে চুয়াডাঙ্গাকে পরাজিত করে।
আজ গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে। গ্রুপ পর্ব শেষে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে পুরুষ ও নারী উভয় বিভাগের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। এছাড়া আগামীকাল মিক্সড কোয়াড ইভেন্টেও আটটি দল অংশ নেবে।
For add
For add
For add
For add
for Add