for Add
নিজস্ব প্রতিবেদক : ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৮:১০:৩৯

পন পাওয়ার চেস ক্লাব নিত্য নতুন আইডিয়া নিয়ে ঘরোয়া দাবায় ভিন্নতা আনার চেষ্টা করছে। সেই সঙ্গে এ খেলাটির প্রচার, প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। যেখানে শীর্ষ পর্যায়ের তারকা দাবাড়ুরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামীকাল ২৪ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ রুপায়ন টাউনে পন পাওয়ার চেস ক্লাবে ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট শুরু হবে। রাউন্ড রবিন লিগ র্যাপিড ফরম্যাটে দেশের এক ও দুই নম্বর শীর্ষ দাবাড়ুসহ ৬ জন দাবাড়ু চোখ বেধে কল্পনা শক্তি ব্যবহার করে দাবা খেলবেন। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় প্রাইজমানি এবং ট্রফি।
ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্টে অংশগ্রহণকারী দাবাড়ুরা হলেন
১. আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান
২. আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়
৩. আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল
৪. ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া
৫. ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ
৬. রায়ান রশিদ মুগ্ধ
টুর্নামেন্টটি লাইভ দেখা যাবে Pawn Power Chess Club ফেসবুক পেইজ ও Stay with Nayem ফেসবুক পেইজ।
For add
For add
For add
For add
for Add