for Add
স্পোর্টস ডেস্ক : ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ২৩:৩৩:৪৮

অতীত সাফল্যকে পেছনে ফেলে আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে আরও ভাল পারফরমেন্স করার জন্য মুখিয়ে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
২০২২ সালে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। ঐ আসরে ৭ ম্যাচ খেলে মাত্র ১টি জয় ও ৬টিতে হেরেছিল টাইগ্রেসরা। লিগ পর্বে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিল তারা।
আসন্ন টুর্নামেন্টে পাকিস্তান ও শ্রীলংকাকে হারানোর ভাল সুযোগ আছে বাংলাদেশের। এমনটাই মনে করেন দলের প্রধান কোচ সারওয়ার ইমরান।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের আগে দলের অফিসিয়াল ফটোশুটের পর সাংবাদিকদের সারওয়ার ইমরান বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাব। তবে আমার মনে হয় পাকিস্তান এবং শ্রীলংকার মত দলকে হারানোর ভালো সুযোগ আমাদের রয়েছে।’
অভিজ্ঞ কোচ ইমরান জানান, টুর্নামেন্টে সব দলের সাথে শেষ পর্যন্ত লড়াই করতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ দল। তিনি বলেন, ‘কোন সন্দেহ নেই যে আমরা আমাদের শতভাগ মাঠে উজার করে দেব। কিন্তু ঐ দু’টি দল ছাড়া শক্তি এবং ক্রিকেট সংস্কৃতির দিক থেকে অন্যান্য দল আমাদের চেয়ে অনেক এগিয়ে।’
তিনি আরও বলেন, ‘আমরা সব ম্যাচ জয়ের জন্যই মাঠে নামব। যদি আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে যে কোন দলকে হারাতে পারব। আমরা কোন দলকে বড় হিসেবে দেখছি না। প্রতিপক্ষকে আমাদের মতই ভাবব এবং প্রতিটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব।’
গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। সারওয়ার বলেন, ‘গত বিশ্বকাপে আমরা পাকিস্তানেকে হারিয়েছি। এবার আমরা আরও বেশি ম্যাচ জয়ের আশা করছি এবং এটাই আমাদের প্রধান লক্ষ্য।’
গত ফেব্রুয়ারির পর থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে কিছু ম্যাচ খেলেছে এবং ফলাফল সন্তোষজনক ছিল না।
বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা যদি বড় দলের বিপক্ষে খেলতে পারতাম তবে ভালো হত। বাংলাদেশে যত সুযোগ সুবিধা ছিল সেগুলো নেয়ার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রস্তুতি ভাল করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। আমরা যা পাইনি, সেগুলো নিয়ে আমি চিন্তিত নই। আমাদের যে প্রস্তুতি থাকুক না কেন আমি বিশ্বাস করি খেলোয়াড়রা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’
For add
For add
For add
For add
for Add