for Add
নিজস্ব প্রতিবেদক : ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ১:০৮:১২

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি আগামী ২০ আগস্ট থেকে নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে। আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্টের মর্যাদাসম্পান্ন দুইদিনব্যাপী এ আসর ২১ আগস্ট জেলা স্টেডিয়ামে শেষ হবে।
অংশগ্রহণে আগ্রহী জেলার দাবা খেলোয়াড়দের ১৯ আগস্টের মধ্যে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ৩০০ টাকা এন্ট্রি ফি সহ নাম অন্তর্ভূক্ত করার জন্য বলা হয়েছে। নির্দিষ্ট তারিখের পর আর কোনো এন্ট্রি নেওয়া হবে না।
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রথম ৩ জন নারায়ণগঞ্জ জেলার হয়ে ঢাকা জোনের প্রাথমিক পর্বে খেলার সুযোগ পাবেন।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অন্যতম সদস্য সাবেক তারকা ক্রিকেটার জাকারিয়া ইমতিয়াজ বলেন, দুইদিনব্যাপী টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়দের জন্য দুপুরে ফ্রি লাঞ্চের ব্যবস্থা করা হবে।
For add
For add
For add
For add
for Add