for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ আগস্ট ২০২৫, সোমবার, ১৮:১১:৪৭
সাম্প্রতিক সময়ে টেবিল টেনিসের বাজে পারফরম্যান্স ঘরোয়া ক্রীড়াঙ্গনে নৈতিবাচক প্রভাব ফেলছিল। সেই দায় মুক্ত হতে কর্মকর্তারা এবার থাইল্যান্ড থেকে কোচ আনতে যাচ্ছেন। টিটির দুর্দশা ঘুচাতে তিনটি আন্তর্জাতিক গেমস সামনে রেখে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন বিদেশি কোচ নিয়োগ দিয়েছে। ২৫ বছর বয়সী থাইল্যান্ডের এই কোচর নাম প্যাটারটর্ন পাসারা।
অক্টোবরে বাহরাইনে অনুষ্ঠিত হবে ৩য় এশিয়ান ইয়ুথ গেমস, নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হবে ইসলামিক সলেডেরাটি গেমস এবং জানুয়ারিতে পাকিস্তানে বসবে এসএ গেমসের আসর।
এই তিনটি গেমসের প্রশিক্ষণের জন্য নতুন কোচ আনছে টেনিস ফেডারেশন। তবে এই কোচের সাথে মাত্র দুই মাসের চুক্তি করেছে। পারফরম্যান্সের ভিত্তিতে তার চুক্তি বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সদস্য সুজন মাহমুদ।
এই থাই কোচের আন্তর্জাতিক টেবিল টেনিস ক্যারিয়ার খুব দীর্ঘ নয়। ২০২২ সালের এপ্রিলে তার ওয়ার্ল্ড র্যাংকিং ৩১৪ নম্বরে ছিল। তখন তিনি সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়ানশিপে পুরুষ দলের হয়ে স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপে তিনি যথাক্রমে স্বর্ণ ও রৌপ্যপদক লাভ করেন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ বলেছেন, ‘থাই কোচ আনার পাশাপাশি আমাদের ইচ্ছা আছে বিদেশ থেকে সহকারী কোচ বা প্যাকটিস পার্টনার আনার। এছাড়া আমরাদের প্রশিক্ষণার্থীদের দেশের বাইরের একাডেমিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য পাঠানোর পরিকল্পনা রয়েছে। এখন আমাদের ক্যাম্পে অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের ৮ জনের একটি টিম রয়েছে। এছাড়া পুরুষ ও মহিলা সিনিয়র দলের প্রায় ১৬ জন করে ৩২ জন জন ক্যাম্পে রয়েছে। আগামী ৮ আগস্ট বাছাইয়ের মাধ্যমে সিনিয়র টিমের সদস্য সংখ্যা ২০ জনে নামিয়ে আনা হবে। তবে থাই কোচের কাছে সম্ভাবনায় সিলেক্টেড কিছু খেলোয়াড়দের আগে দেয়া হবে। আমাদের স্থানীয় কোচদের অধীনে বাকিরা প্রশিক্ষণ নেবেন।’
For add
For add
For add
For add
for Add