for Add

চোটের কারণে মাঠের বাইরে মেসি

লিওনেল মেসি গতকাল রোববার লিগস কাপ খেলতে নেমে চোট পেয়েছিলেন। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেক্সাকার বিপক্ষে মাত্র ১১ মিনিটে মাঠ ছাড়েন ইন্টার মিয়ামি তারকা। ম্যাচটি অনুষ্ঠিত হয় মিয়ামির ঘরের মাঠ ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে।

আর্জেন্টাইন ফুটবল জাদুকরের চোট কতটা গুরুতর, তা জানতে ভক্ত-সমর্থক মুখিয়ে ছিলেন। কবে ফের আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা মাঠে ফিরবেন, সেটি জানার কৌতূহলও চরম পর্যায়ে ছিল তাদের।

মেসির পাগলা ভক্তদের জন্য চোট বিষয়ে হালনাগাদ তথ্য দিয়েছে ইন্টার মিয়ামি। ক্লাব জানিয়েছে, মেসির ফেরার সময়সীমা এখনো নির্ধারিত হয়নি। সেটি নির্ভর করবে চিকিৎসায় তার শরীর কেমন সাড়া দিচ্ছে তার ওপর।

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, গত রাতের লিগস কাপ ম্যাচে নেক্সাকার বিপক্ষে খেলার সময় মেসি যে পেশির অস্বস্তি অনুভব করেছিলেন, তা মূল্যায়নের জন্য চিকিৎসা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফলে নিশ্চিত হয়েছে, তার ডান পায়ে হালকা পেশির চোট রয়েছে। চিকিৎসা ছাড়পত্র তার শরীরের অগ্রগতি ও চিকিৎসায় সাড়ার ওপর নির্ভর করবে।

ম্যাচের শুরুতেই বল নিয়ে বক্সে ঢোকার সময় মেসি নেক্সাকার রাউল সানচেজ ও আলেক্সিস পেনিয়ার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এরপরই চোট পান। পড়ে যাওয়ার পর হতাশ হয়ে হাত দিয়ে মাঠে আঘাত করেন এবং কয়েক মিনিট পর চিকিৎসকদের সহায়তা নেন।

১১ মিনিটে আনুষ্ঠানিকভাবে মাঠ ছেড়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান মেসি।

ম্যাচ শেষে প্রধান কোচ হাভিয়ের মাচেরানো বলেন, মেসির চোটটি খুব গুরুতর নয় বলে মনে হচ্ছে। কারণ সে তেমন ব্যথা অনুভব করছিল না। বরং কিছুটা অস্বস্তি অনুভব করেছিল।

ওই ম্যাচে ইন্টার মিয়ামি শেষ মুহূর্তে জর্দি আলবার গোলে ২-২ সমতায় ফেরে। পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায়।

সব সংবাদ

হামজাকে ছাড়াই নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বুলবুল নারী কাবাডি বিশ্বকাপ বাংলাদেশে! অক্টোবরে বিসিবি নির্বাচন নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের প্রথম সিরিজ জয় চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের চমক জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ শুরু অ্যান্টিডোপিং অ্যাওয়ারনেস ও স্পোর্টস মেডিসিন সেমিনার জুলাই রেভুলেশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন আনসার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা এশিয়া কাপে হার দিয়ে শুরু ভুটানের কাছে হোঁচট খেলো বাংলাদেশ স্বর্ণজয়ী ফাতেমা ছাড়াই ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ফেন্সিংয়ে জিতলেই পাওয়া যাবে সুজুকি মোটরসাইকেল প্রথম নারী পরিচালক পেলো জাতীয় ক্রীড়া পরিষদ আফঈদাদের ক্লাব এবার ৭ গোলে হারলো প্রীতির হ্যাটট্রিকে বাংলাদেশের সহজ জয় কোকো আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন মিনহাজ এসএ টি-২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে নারী ফুটবল আগামীকাল কোকো আন্তর্জাতিক দাবা শুরু ১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে হারলো আফঈদাদের ক্লাব এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবলে আনসারের শিরোপা অক্ষুণ্ন কোকো আন্তর্জাতিক দাবা ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে যে ইতিহাস সৃষ্টি করলেন রোনালদো ভারতের কাছে ২-০ গোলে পরাজয় মেনে নিল বাংলাদেশ ট্র্যাকে ফিরে আবার দ্রুততম মানব ইমরানুর, মানবী সুমাইয়া এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ আরহাব দাবায় ফিরোজ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের ৫ নারী ফুটবলার চট্টগ্রামে প্রথমবার হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট সাফ ফুটবলে বাংলাদেশের জয়ের সূচনা নারায়ণগঞ্জে জেলা দাবা শুরু টাইগারদের অনুশীলন আজ থেকে সিলেটে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু ঢাকায় হতে যাচ্ছে ‘ভেলোসিটি ১৫কে রান এডিশন ১’ চোট কাটিয়ে মাঠে ফিরছেন মেসি ২০ আগস্ট থেকে নারায়ণগঞ্জে জেলা দাবা শুরু এসএ গেমসে পদক জিততে ভলিবলের ক্যাম্প শুরু চ্যালেঞ্জ কাপে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ নারী দল ভারতে খেলতে আসতে পারেন রোনালদো ভুটানের ক্লাবে যোগ দিচ্ছেন আফঈদা-স্বপ্না ডন ব্র্যাডম্যানের ‘শূন্য’ করার সেই হতাশার দিন জাতীয় নারী হ্যান্ডবল শুরু হচ্ছে শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দীর্ঘ অপেক্ষার পর অনূর্ধ্ব-২০ নারী দল এশিয়ান কাপে তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরের জালে ৮ গোল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add