for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২০:১৭:০৩
ক্রীড়াঙ্গনের একসময়ের উজ্জ্বল নক্ষত্র ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ রনজিত দাস-এর আত্মজীবনী গ্রন্থ ‘ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলো’র প্রকাশনা অনুষ্ঠান ১৮ এপ্রিল শুক্রবার বিকেল চারটায় লেখকের বাসভবন সিলেটের করেরপাড়ার কমলাকান্ত ভবনে অনুষ্ঠিত হয়।
সভাপতি ক্রীড়া সংগঠক মো. ইউসুফ আলী। স্বাগত বক্তব্য ‘পাক্ষিক ক্রীড়াজগত’ পত্রিকার সম্পাদক দুলাল মাহমুদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন খেলোয়াড় এলহাম সুলতান, আজাদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মান্নান, প্রাক্তন খেলোয়াড় প্রবীর রঞ্জন দাশ ভানু, ক্রীড়া সংগঠক নিষেন্দু দেব নাকু, রতন মজুমদার, বিভাগীয় ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ আরমান, সমাজকর্মী ফরিদা নাসরিন, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমেদ নান্নু, বিশিষ্ট লোকগবেষক ও কথাসাহিত্যিক মোস্তাক আহমাদ দ্বীন, কথাসাহিত্যিক জামান মাহবুব, কবি একে শেরাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমি কেন্দ্রীয় পরিষদের সদস্য শামসুল বাছিত শেরো, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আশরাফুল কবীর, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, প্রাক্তন ক্রিকেটার নিরেশ চন্দ্র দাস, সুমিত শ্যাম পল, রনি এন্দ, জেলা ক্রীড়া অফিসার নূর হোসেন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মান্না চৌধুরী সোনালী অতীত ক্লাবের সভাপতি নাসির উদ্দীন, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সভাপতি আক্কাস উদ্দীন আক্কাই, ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট কল্যান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ইয়াহিয়া ফজল, বিশিষ্ট লোকগবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ফটো সাংবাদিক খন্দকার তারেক, বীর মুক্তিযোদ্ধা কবি তুষার কর, নাট্যজন ও তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, নাট্যজন খোয়াজ রহিম সবুজ, সংস্কৃতিকর্মী অরূপ শ্যাম বাপ্পী, কবি ধ্রুব গৌতম, সংস্কৃতিকর্মী মাসুম খান, রনজিত দাস-এর সহধর্মিণী রেখা দাস, সন্তান- রীমা দাস, রূপা দাস, রাজীব দাস, জামাতা নির্মল কান্তি তালুকদার, কাজলকান্তি দাস।
উপস্থাপনায় ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
For add
For add
For add
For add
for Add