for Add

ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ সেই কিংস

ফেডারেশন কাপের ফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল আবাহনী। আগামী ২২ এপ্রিল ময়মনসিংহে শিরোপা পুনরুদ্ধারের চূড়ান্ত লড়াইয়ে তারা বসুন্ধরা কিংসকে পাবে নাকি রহমতগঞ্জকে, তা জানতে সবার চোখ ছিল কিংস অ্যারেনায়। যেখানে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও পুরোনো ঢাকার ক্লাব রহমতগঞ্জ।

কিংসের ঘরের মাঠে অঘটনের আভাস দিয়েও পারেনি কামাল বাবুর দল। লিড নিয়েও তারা ধরে রাখতে পারেনি রহমতগঞ্জ। ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতা শেষে অতিরিক্ত সময়ে গোল আদায় করে নিয়ে ২-১ ব্যবধানে জিতে ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ হয় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা।

কিংস অ্যারেনায় প্রতিপক্ষ দলকে স্বাগতিক বসুন্ধরার দর্শকদের রোষানলে পড়া যেন নিয়মে পরিনত হয়েছে। এ ম্যাচেও একটি ফাউলকে কেন্দ্র করে পিছিয়ে থাকা কিংসের সমর্থকরা রহমতগঞ্জের খেলোয়াড়দের উদ্দেশ্যে পানির বোতল নিক্ষেপ করেন।

রহমতগঞ্জের গোলরক্ষক আহসান হাবিব বিপু পোস্ট ছেড়ে মাঠের মাঝখানে চলে আসেন। পরে ম্যাচ কমিশনার গিয়ে কিংসের সমর্থকদের কিছু একটা বুঝিয়ে আসলে চার মিনিট বন্ধ থাকার পর পুনরায় খেলা শুরু হয় এবং তারপরই গোল করে ম্যাচে ফেরে কিংস। ম্যাচের বাকি তখন মিনিট দশেক।

গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হওয়ার পর রহমতগঞ্জ এগিয়ে যায় ৭৬ মিনিটে সলোমন কিংয়ের গোলে। তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি রহমতগঞ্জ। ৮২ মিনিটে সাদ উদ্দিনের গোলে সমতায় ফেরে কিংস।

বাকি সময় গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৩ মিনিটে ইনসানের গোল ফাইনালে নিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন কিংসকে। কোয়ালিফিকেশন ম্যাচে ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে যে স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল রহমতগঞ্জ, কিংসের কাছে হেরে শেষ হয়ে যায় সেই স্বপ্ন।

নতুন ফরম্যাটের ফেডারেশন কাপের প্রথম কোয়লিফায়ারে মুখোমুখি হয়েছিল আবাহনী ও কিংস। টাইব্রেকারে কিংসকে হারিয়েছিল আবাহনী। সেই দুই দল এবার লড়বে শিরোপা জয়ের জন্য। কিংস শিরোপা ধরে রাখতে পারবে নাকি আবাহনী পুনরুদ্ধার করে, সেই দ্বৈরথ দেখার অপেক্ষায় সবাই।

সব সংবাদ

নারী কাবাডি বিশ্বকাপ বাংলাদেশে! অক্টোবরে বিসিবি নির্বাচন নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের প্রথম সিরিজ জয় চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের চমক জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ শুরু অ্যান্টিডোপিং অ্যাওয়ারনেস ও স্পোর্টস মেডিসিন সেমিনার জুলাই রেভুলেশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন আনসার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা এশিয়া কাপে হার দিয়ে শুরু ভুটানের কাছে হোঁচট খেলো বাংলাদেশ স্বর্ণজয়ী ফাতেমা ছাড়াই ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ফেন্সিংয়ে জিতলেই পাওয়া যাবে সুজুকি মোটরসাইকেল প্রথম নারী পরিচালক পেলো জাতীয় ক্রীড়া পরিষদ আফঈদাদের ক্লাব এবার ৭ গোলে হারলো প্রীতির হ্যাটট্রিকে বাংলাদেশের সহজ জয় কোকো আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন মিনহাজ এসএ টি-২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে নারী ফুটবল আগামীকাল কোকো আন্তর্জাতিক দাবা শুরু ১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে হারলো আফঈদাদের ক্লাব এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবলে আনসারের শিরোপা অক্ষুণ্ন কোকো আন্তর্জাতিক দাবা ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে যে ইতিহাস সৃষ্টি করলেন রোনালদো ভারতের কাছে ২-০ গোলে পরাজয় মেনে নিল বাংলাদেশ ট্র্যাকে ফিরে আবার দ্রুততম মানব ইমরানুর, মানবী সুমাইয়া এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ আরহাব দাবায় ফিরোজ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের ৫ নারী ফুটবলার চট্টগ্রামে প্রথমবার হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট সাফ ফুটবলে বাংলাদেশের জয়ের সূচনা নারায়ণগঞ্জে জেলা দাবা শুরু টাইগারদের অনুশীলন আজ থেকে সিলেটে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু ঢাকায় হতে যাচ্ছে ‘ভেলোসিটি ১৫কে রান এডিশন ১’ চোট কাটিয়ে মাঠে ফিরছেন মেসি ২০ আগস্ট থেকে নারায়ণগঞ্জে জেলা দাবা শুরু এসএ গেমসে পদক জিততে ভলিবলের ক্যাম্প শুরু চ্যালেঞ্জ কাপে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ নারী দল ভারতে খেলতে আসতে পারেন রোনালদো ভুটানের ক্লাবে যোগ দিচ্ছেন আফঈদা-স্বপ্না ডন ব্র্যাডম্যানের ‘শূন্য’ করার সেই হতাশার দিন জাতীয় নারী হ্যান্ডবল শুরু হচ্ছে শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দীর্ঘ অপেক্ষার পর অনূর্ধ্ব-২০ নারী দল এশিয়ান কাপে তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরের জালে ৮ গোল টিটির ন্যাশনাল ক্যাম্পে সিলেকশন শুরু ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add