for Add
নিজস্ব প্রতিবেদক : ২৫ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১৩:৪৬:২৬
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন পূরণে এগিয়ে গেলেন আরেক ধাপ।
বাংলাদেশের ন্যাশনাল আইডি, পাসপোর্ট তৈরি পর অনাপত্তিপত্র চেয়ে বাফুফে আবেদন করেছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে। এফএ বাফুফেকে সেই অনাপত্তিপত্র দিয়েছে।
মঙ্গলবার সেটা নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
পরের ও শেষ ধাপ ফিফার অনুমতি। এর জন্য বাফুফে এরই মধ্যে ফিফার কাছে চিঠি লিখেছে। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি অনুমতি দিলেই লাল-সবুজ জার্সিত খেলতে পারবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এ বছর ম্যাচ খেলার সুযোগ আছে নভেম্বর উইন্ডোতে। বাফুফে আশা করছে, ১১ থেকে ১৯ নভেম্বর যে উইন্ডো আছে তাতে হামজা চৌধুরীকে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে খেলাতে পারবে।
For add
For add
For add
For add
for Add