for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২১:২৮:৫৯
ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের শ্রীনগরে তৃতীয় কাশ্মির আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেন শিরোপার জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে শেষ পর্যন্ত তৃতীয়স্থান লাভ করেছেন।
আজ ৯ মে প্রতিযোগিতা শেষে ফিদেমাস্টার মো. শরীফ হোসেন এবং স্বাগতিক ভারতের অনুস্তপ বিশ্বাস ও আন্তর্জাতিকমাস্টার নিরোজ কুমার মিশ্রা ৭.৫ পয়েন্ট সংগ্রহ করায় শিরোপা নির্ধারণে টাইব্রেকিং পদ্ধতিতে অনুস্তপ বিশ্বাস চ্যাম্পিয়ন, আন্তর্জাতিকমাস্টার নিরোজ কুমার মিশ্রা রানারআপ ও ফিদেমাস্টার মো. শরীফ হোসেন তৃতীয় হয়েছেন।
এদিকে ৭ পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন।
অপরদিকে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ১২তম, ৫ পয়েন্ট পেয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের মো. আনিচুজ্জামান জুয়েল ৩১তম, একই পয়েন্ট নিয়ে আসিয়া সুলতানা ৩৮তম ও কৌমুদি নার্গিস ৪২তম হয়েছেন।
উল্লেখ্য বাংলাদেশ ও ভারতের ১০৬ জন খেলোয়াড় এ প্রতিযোগতিায় অংশগ্রহণ করেন।
For add
For add
For add
For add
for Add