for Add
স্পোর্টস ডেস্ক : ১ মার্চ ২০২৪, শুক্রবার, ২৩:৩৫:১৫
শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ, ভারত, ভুটান ও স্বাগতিক নেপাল অংশ নিচ্ছে মেয়েদের এই টুর্নামেন্টে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও ভুটান। আনফা কমপ্লেক্সে হওয়া ম্যাচে ভারতের মেয়েরা ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে।
ভারতের হয়ে জোড়া গোল করেছেন স্বীতা রানী, পার্ল ফার্নান্দেজ ও আনুসকা। অন্য গোলটি করেছেন আনউইতা রঘুনামান। ভারতের মেয়েরা প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ৬-০ গোলে। দ্বিতীয়ার্ধে মাত্র একটি গোল করতে পেরেছে তারা।
চার দলের টুর্নামেন্টে সবাই সবার সঙ্গে খেলবে। লিগভিত্তিক খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। বাংলাদেশ প্রথম মাঠে নামবে শনিবার। স্থানীয় সময় বিকেল ৩ টায় বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ৫ মার্চ এবং ভুটানের বিপক্ষে ৮ মার্চ। ফাইনাল হবে ১০ মার্চ।
For add
For add
For add
For add
for Add