for Add

অনুশীলনকালে মাথায় বলের আঘাতে হাসপাতালে মুস্তাফিজ

অনুশীলনকালে মাথায় আঘাত পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলনের সময় মাথায় বলের আঘাতে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ।

বোলিং করার জন্য রান আপের জন্য হেঁটে যাবার সময় ব্যাটার ম্যাথু ফোর্ডের শটে মাথায় বলের আঘাত পান মুস্তাফিজ। সাথে-সাথে তাকে স্থানীয় বেসরকারী একটি হাসপাতালে নিয়ে মাথায় স্ক্যান করা হয়। স্ক্যান রিপোর্টে দেখা গেছে মুস্তাফিজের মাথায় অভ্যন্তরীণ কোন রক্তপাত হয়নি। কুমিল্লার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

মাথায় আঘাত পাওয়া স্থানে পাঁচটি সেলাই পড়েছে মুস্তাফিজের। পাশাপাশি আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি।

দলের ফিজিও জাহিদুল ইসলাম সজল স্বাক্ষরিত বিবৃতিতে কুমিল্লা জানিয়েছে, ‘অনুশীলনের সময় একটি বল মুস্তাফিজুর রহমানের মাথার বাঁ-দিকে প্যারিটাল জায়গায় সরাসরি আঘাত করে। তার প্যারিটাল জায়গাটি উন্মুক্ত ছিলো এবং আমরা রক্ত বন্ধ করার জন্য ব্যান্ডেজ করি, এরপর হাসপাতালে নেওয়া হয় তাকে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, মুস্তাফিজের ইনজুরিটি বাইরের অংশে এবং টিম ফিজিওর তত্ত্বাবধানে থাকবেন।

বিবৃতিতে কুমিল্লা জানিয়েছে, ‘সিটি স্ক্যানের পর আমরা নিশ্চিত হয়েছি যে, শুধুমাত্র বাইরের অংশেই তার ইনজুরি হয়েছে। ভিতরে কোন রক্তক্ষরণ হয়নি। সার্জিক্যাল টিম ক্ষতস্থানে সেলাই করে দিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের ফিজিওর নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি।’
আরও জানানো হয়, ‘মুস্তাফিজের জিসিআই স্কেল ১৫/১৫। এখন শঙ্কামুক্ত আছেন তিনি। আশা করা হচ্ছে, ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে তাকে টিম হোটেলে নেওয়া হবে।’

একই ধরনের কথা বলেছেন হাসপাতালের নিউরো সার্জন ডা. মঈনুদ্দিন ইলিয়াছ, ‘আমরা মুস্তাফিজের সিটি স্ক্যান এবং ক্লিনিক্যাল পরীক্ষা করেছি। তার অবস্থা এখন স্থিতিশীল এবং সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী শঙ্কামুক্ত।’ তিনি আরও বলেন, ‘মাথায় ইনজুরি হওয়ায় তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। ইনজুরির অবস্থা জানতে কয়েক ঘণ্টা পর আমরা আরেকটি সিটি স্ক্যান করবো। পাঁচটি সেলাই দেওয়া হয়েছে তাকে।’
শ্রীলংকা সিরিজ দ্রুত এগিয়ে আসায় মুস্তাফিজের ইনজুরি বাংলাদেশের জন্য বড় একটি ধাক্কা। কারণ সাদা বলের ক্রিকেটে ভালো-খারাপ মিলিয়ে পারফরমেন্স করলেও এখনও দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ফিজ।বাসস।

সব সংবাদ

বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার শুক্রবার শুরু শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস জাতীয় বয়সভিত্তিক সাঁতার শনিবার শুরু মোহামেডানকে হারিয়ে কিংসের ট্রেবল জয় যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত শিরোপা লড়াইয়ে মোহামেডান ও বসুন্ধরা মুখোমুখি প্রস্তুত বাংলাদেশ, এবারও চোখ শিরোপায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা প্যারিসে শেষ রাতটা ভালো হলো না এমবাপের বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল মঙ্গলবার শুরু টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বসুন্ধরা কিংসের নতুন ইতিহাস জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টানা চতুর্থ জয় মোহামেডানকে হারালেই চ্যাম্পিয়ন কিংস ফুটবলারদের উজ্জীবিত করলেন মোহামেডান সভাপতি কাশ্মিরে অল্পের জন্য শিরোপা বঞ্চিত শরীফ র‌্যাংকিংয়ে হৃদয়-তাসকিন-মাহেদির উন্নতি সর্বোচ্চ চেষ্টা করেছি, তবুও পারিনি : এমবাপে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ চ্যাম্পিয়ন মোহামেডান আবার ফাইনালে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল শেখ জামালের জন্মদিনে ক্রীড়া মন্ত্রীর ক্রীড়া সামগ্রী বিতরণ জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির প্রাথমিক দল ঘোষণা  কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরান ২০ বছর পর ক্রিকেটারদের কলতানে মুখর বঙ্গবন্ধু স্টেডিয়াম লালকার্ড নিয়ে মোহামেডানের খেলতে আপত্তি, আবাহনীকে বিজয়ী ঘোষণা বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার বাংলাদেশের চাওয়া ফুটবল-হকি, আর্জেন্টিনার ক্রিকেট-কাবাডি কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা মোহামেডানের লিগ বর্জনের হুমকি জাতীয় দলে ফেরার জন্য তামিমের ইচ্ছা থাকতে হবে : শান্ত বার্সাকে খুন করেছে রেফারি বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি দেশবাসীকে সাকিব-জ্যোতিদের ঈদ শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স কাপ থেকে মেসি-মিয়ামির বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের দেশে দেশে তারকা খেলোয়াড়দের ঈদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস ৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add