for Add
স্পোর্টস ডেস্ক : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ০:১২:১০
অনুশীলনকালে মাথায় আঘাত পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলনের সময় মাথায় বলের আঘাতে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ।
বোলিং করার জন্য রান আপের জন্য হেঁটে যাবার সময় ব্যাটার ম্যাথু ফোর্ডের শটে মাথায় বলের আঘাত পান মুস্তাফিজ। সাথে-সাথে তাকে স্থানীয় বেসরকারী একটি হাসপাতালে নিয়ে মাথায় স্ক্যান করা হয়। স্ক্যান রিপোর্টে দেখা গেছে মুস্তাফিজের মাথায় অভ্যন্তরীণ কোন রক্তপাত হয়নি। কুমিল্লার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
মাথায় আঘাত পাওয়া স্থানে পাঁচটি সেলাই পড়েছে মুস্তাফিজের। পাশাপাশি আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি।
দলের ফিজিও জাহিদুল ইসলাম সজল স্বাক্ষরিত বিবৃতিতে কুমিল্লা জানিয়েছে, ‘অনুশীলনের সময় একটি বল মুস্তাফিজুর রহমানের মাথার বাঁ-দিকে প্যারিটাল জায়গায় সরাসরি আঘাত করে। তার প্যারিটাল জায়গাটি উন্মুক্ত ছিলো এবং আমরা রক্ত বন্ধ করার জন্য ব্যান্ডেজ করি, এরপর হাসপাতালে নেওয়া হয় তাকে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, মুস্তাফিজের ইনজুরিটি বাইরের অংশে এবং টিম ফিজিওর তত্ত্বাবধানে থাকবেন।
বিবৃতিতে কুমিল্লা জানিয়েছে, ‘সিটি স্ক্যানের পর আমরা নিশ্চিত হয়েছি যে, শুধুমাত্র বাইরের অংশেই তার ইনজুরি হয়েছে। ভিতরে কোন রক্তক্ষরণ হয়নি। সার্জিক্যাল টিম ক্ষতস্থানে সেলাই করে দিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের ফিজিওর নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি।’
আরও জানানো হয়, ‘মুস্তাফিজের জিসিআই স্কেল ১৫/১৫। এখন শঙ্কামুক্ত আছেন তিনি। আশা করা হচ্ছে, ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে তাকে টিম হোটেলে নেওয়া হবে।’
একই ধরনের কথা বলেছেন হাসপাতালের নিউরো সার্জন ডা. মঈনুদ্দিন ইলিয়াছ, ‘আমরা মুস্তাফিজের সিটি স্ক্যান এবং ক্লিনিক্যাল পরীক্ষা করেছি। তার অবস্থা এখন স্থিতিশীল এবং সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী শঙ্কামুক্ত।’ তিনি আরও বলেন, ‘মাথায় ইনজুরি হওয়ায় তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। ইনজুরির অবস্থা জানতে কয়েক ঘণ্টা পর আমরা আরেকটি সিটি স্ক্যান করবো। পাঁচটি সেলাই দেওয়া হয়েছে তাকে।’
শ্রীলংকা সিরিজ দ্রুত এগিয়ে আসায় মুস্তাফিজের ইনজুরি বাংলাদেশের জন্য বড় একটি ধাক্কা। কারণ সাদা বলের ক্রিকেটে ভালো-খারাপ মিলিয়ে পারফরমেন্স করলেও এখনও দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ফিজ।বাসস।
For add
For add
For add
For add
for Add