for Add
স্পোর্টস ডেস্ক : ১০ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ২১:৫৩:২৫
ওপেনার তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রংপুর রাইডার্সের সাকিব। ম্যাচে ১৬ বলে ২৭ রানের ইনিংস দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪২২তম ম্যাচে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি। এই ফরম্যাটে বল হাতে ৪৭৬ উইকেটও নিয়েছেন সাকিব।
সাকিবের আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান পূর্ণ করেন তামিম। ২৫৫ ম্যাচে ৭৩৮৬ রান আছে তামিমের।
তামিম-সাকিবের পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৫৬১৯ রান করেছেন মুশফিকুর রহিম। চতুর্থস্থানে ও পঞ্চমস্থানে আছেন যথাক্রমে মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস। মাহমুদুল্লাহ ৫৫৭৬ ও লিটন ৪২৭৩ রান করেছেন।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান করেছেন এই বিধ্বংসী ব্যাটার।বাসস।
For add
For add
For add
For add
for Add