for Add
নিজস্ব প্রতিবেদক : ১ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ২২:১১:২০
হকির দলবদলে খেলোয়াড় নিবন্ধনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল বুধবার। দ্বিতীয় দিন বিকেলে আবাহনী পুরো দল নিয়ে হাজির মওলানা ভাসানী স্টেডিয়ামে। আকাশি-নীলদের উপস্থিতিতে অনেক দিন পর নিরবতা ভাঙ্গলো দেশের প্রধান হকির ভেন্যু।
আবাহনী এবার সেরা দল গড়ছে, তা জানা হয়েছিল আগেই। স্থানীয় বেশিরভাগ তারকার টোকেন হাতে নিয়ে সেরা দল গঠন নিশ্চিত করেছিল কয়েকদিন আগে। আজ বৃহস্পতিবার তারা লিগ কমিটির কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের টোকেন জমা দিয়ে সেরে ফেলেছে দলবদলের কার্যক্রম।সূত্র: জাগোনিউজ
খেলোয়াড়দের নিবন্ধন শেষে আবাহনীর কোচ হেদায়েতুল ইসলাম রানা বলেছেন, ‘আমাদের দল সবদিক দিয়ে ভালো। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গতবার যে ঘাটতিগুলো ছিল তা দূর করার জন্য আমরা অনেক খেলোয়াড় পরিবর্তন করেছি। আশা করি, এবার সমস্যা হবে না।’
আবাহনী এবার পুরনোদের মধ্যে যাদের রেখে দিয়েছে তারা হলেন- ফরহাদ আহমেদ শিতুল, রোমান সরকার, রেজাউল করিম বাবু, রাকিবুল হাসান, পুস্কর খিসা মিমো, মেহেদি হাসান, মেহরাব হোসেন সামিন, নাঈম উদ্দিন।
নতুন যারা এসেছেন তারা হলেন- আমান শরিফ (পুলিশ এসসি), মো. আবদুল্লাহ (আজাদ স্পোর্টিং), হুজায়ফা হোসেন (বিকেএসপি), আশরাফুল ইসলাম (মোহামেডান), বিপ্লব কুজুর (মেরিনার্স), সজিবুর রহমান (বাংলাদেশ স্পোর্টিং) ও ওবায়দুল হোসেন জয় (অ্যাজাক্স)।
For add
For add
For add
For add
for Add