for Add
নিজস্ব প্রতিবেদক : : ১ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ২২:১১:৩৩
২০২১ সালের ডিসেম্বরে ঢাকায় বসেছিল সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। ওই আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ দুইবার হারিয়েছিল ভারতকে। লিগপর্বে ও ফাইনালে বাংলাদেশের জয়ের ব্যবধান ছিল ১-০।
ওই আসরে নেপালকে হারাতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপাল গোলশূন্যভাবে আটকে দিয়েছিল স্বাগতিক মেয়েদের। শুরুর ধাক্কা কাটিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত শিরোপা জয়ের উদযাপন করেছে।সূত্র: জাগোনিউজ
শুক্রবার শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ভেন্যু সেই কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম। বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ সেই নেপাল। সন্ধ্যা ৭ টায় শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচটি। তার আগে বিকেল ৩ টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ভুটান।
চার দলের টুর্নামেন্ট। তাই খেলা সিঙ্গেল লিগ ভিত্তিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে এবং ৬ ফেব্রুয়ারি ভুটানের বিপক্ষে। শিরোপার লড়াই ৮ ফেব্রুয়ারি।
টুর্নামেন্ট শুরুর আগে বৃহস্পতিবার দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি ও সম্ভাবনার কথা বলেছেন অংশগ্রহণকারী চার দলের কোচ ও অধিনায়করা।
For add
For add
For add
For add
for Add