for Add
স্পোর্টস ডেস্ক : ২২ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ২০:৫৫:৪১
হোয়াইটওয়াশ এড়ানোর জন্য স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে জিততে এক বা দু’টি ব্যক্তিগত পারফরম্যান্সের চাইতে দলগত অবদান বেশি প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ৪৪ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে তাদের পরাজয়ের সংখ্যাটা ১৮তে পৌঁছে গিয়েছে।
দ্বিতীয় ম্যাচে ১৫১ বলে ১৬৯ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন সৌম্য সরকার। পাশাপাশি মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৪৫ রান। কিন্তু দলের অন্যান্য ক্রিকেটাররা জ্বলে উঠতে না পারায় হারতে হয় বাংলাদেশকে।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে আগামীকাল (আজ শুক্রবার দিবাগত রাত ৪টায় শুরু হবে ম্যাচটি) অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডের আগে শান্ত বলেন, ‘কিছু ব্যক্তিগত পারফরম্যান্স থাকলেও আমরা কিন্তু দল হিসেবে খেলতে পারিনি। আমার মতে, এটিই আমাদের হারের কারণ হয়ে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘দলের মধ্যে আরও ভাল পারফরম্যান্স ও জুটির প্রয়োজন। আমি এখনও বিশ্বাস করি নিউজিল্যান্ডের মাঠে তাদের হারানোর ক্ষমতা আমাদের আছে। আমি প্রতিটি ম্যাচকে সুযোগ হিসেবে দেখি। আমার বিশ্বাস আমরা ইতিহাসকে নতুন করে লিখতে পারবো।’
দু’টি ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেটে মাঝারি মানের পারফরম্যান্স করেছে বাংলাদেশের ব্যাটাররা। টপ অর্ডার ব্যাটাররা ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি, যা হারের মূল কারণ ছিল। একই সাথে শরিফুল ইসলাম ছাড়া কেউই ভাল বল করতে পারেনি।
শান্ত বলেন, ‘টপ অর্ডারকে জ্বলে উঠতে হবে। নতুবা একজনের পক্ষে একা ম্যাচ জেতানো সম্ভব নয়। শেষ ম্যাচে ইনিংস ধরে খেলেছেন সৌম্য। কিন্তু মুশফিক ছাড়া কেউই তাকে সঙ্গ দিতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘নতুন খেলোয়াড় হিসেবে ভাল স্পেল বোলিং করেছেন রিশাদ হোসেন। নতুন বলে ভাল বোলিং করেছে শরিফুল। যদি দল হিসেবে খেলতে পারলে আমরা ভাল করবো।’
নিউজিল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা এশিয়ান দলের জন্য সব সময়ই কষ্টকর। শান্তর মতে, এই কন্ডিশনে সফল হওয়ার জন্য সবারই শরিফুল বা সৌম্যের পারফরম্যান্স থেকে শেখা উচিত। তিনি বলেন, শরিফুল ও সৌম্য যদি এই কন্ডিশনে ভাল করতে পারে তাহলে আমাদের সবারই পারফরম্যান্স করা উচিত। তারা ভাল খেলেছে। আমাদের উচিত তাদের পথ অনুসরণ করা। সফল হওয়া জন্য এবং ম্যাচ জিততে তাদের কাছ থেকে আমাদের শেখা উচিত।বাসস
For add
For add
For add
For add
for Add