for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ০:৩৬:০৩
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম নতুন এক ফাইনাল উপহার দিলো সোমবার। ঘরোয়া ফুটবলে এই প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল দেশের ঐতিহ্যবাহী মোহামেডান ও নতুন পরাশক্তি বসুন্ধরা কিংস।
বারুদে ঠাসা ছিল ফাইনাল। লাল কার্ড, গোল – পাল্টা গোল। মাঠে উত্তেজনাও ছড়িয়েছিল মাঝেমধ্যে। বিরতির পর খেলা শুরু হওয়ার পরপরই দশজনের দলে পরিণত হয় কিংস। রফিকুল ইসলাম বক্সে বাজেভাবে ট্যাকল করলে রেফারি তাকে লাল কার্ড দেখান।
এর পরপরই মুজাফফরভের কর্নার থেকে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন এমানুয়েল। ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি কিংস। রাকিব করেন সমতাসূচক গোল।
মনে হচ্ছিলো ফাইনাল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে। সে সুযোগ দেয়নি কিংস। ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে ডরিয়েলটন গোল করে চ্যাম্পিয়ন করে দেন ১০ জনের কিংসকে।
For add
For add
For add
For add
for Add