for Add

রাত পোহালেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি

ম্যাচের আগের মেলবোর্নের শেষ দিনটাও অতিক্রম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ভালো কিছু অর্জনের স্বপ্ন নিয়ে ঘুমোতে গেছেন ফুটবলাররা। রাত পোহালেই চ্যালেঞ্জের দিন। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বিকেল ৩ টা ও স্থানীয় সময় রাত ৮ টায় শুরু হবে দুই অসম দলের লড়াই। এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য কী? ঘুরে ফিরে প্রশ্ন একটাই।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বুধবার অস্ট্রেলিয়ান কোচ বলেছেন, তার দল বাংলাদেশের বিপক্ষে ভালো ফলাফল করতে যা দরকার তাই করবে। তারা একটা ভালো সূচনা করতে চার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে।

বিশ্ব ফুটবলের ২৭ নম্বর দলটির লক্ষ্যটা পরিষ্কার। জয় ছাড়া বিকল্প কোনো চিন্তা নেই তাদের। আর ১৮৩ নম্বর দল বাংলাদেশের কী লক্ষ্য টানা ৫ টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা দলটির বিপক্ষে?

সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘আমরা এখানে চার-পাঁচদিন আগে এসেছি। এখানে আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ আবহাওয়া। ম্যাচের রাতে যদি ঠাণ্ডা কম না থাকে, তা আমাদের জন্য অবশ্যই ভালো কিছু হবে না। তারপরও আমরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। বাস্তবতা হলো একটি শক্তিশালী দলের বিপক্ষে আমরা খেলতে যাচ্ছি। যারা কেবল এশিয়ারই নয়, বিশ্ব ফুটবলেও অন্যতম সেরা। আমাদের জন্য এমন একটি দলের বিপক্ষে খেলার সুযোগ অবশ্যই ইতিবাচক। আমাদের অভিজ্ঞতা অর্জনের দিকেই নজর দিতে হবে।’

অস্ট্রেলিয়ার কোচ সংবাদ সম্মেলনে বলেছেন, তারা বাংলাদেশের বিপক্ষে তাদের সব কিছুই প্রদর্শন করবে। তো বাংলাদেশ কী প্রদর্শন করবে অস্ট্রেলিয়ার বিপক্ষে? এমন এক প্রশ্নের জবাবে ক্যাবরেরা বলেছেন, ‘আমাদেরকে নিজেদের যোগ্যতাটাই প্রমাণ করতে হবে। যদিও সেটা দেখানো চ্যালেঞ্জিং। কারণ, অস্ট্রেলিয়া নিজেদের মাঠে বিশেষ কিছু দেখাতে চাইবে। আমরা গত দুই বছর ধরে অনেক উন্নতি করেছি। সাম্প্রতিক সময় উপমহাদেশের ভালো দলগুলোর বিপক্ষে আমরা আশা জাগানিয়া ফুটবল খেলেছি। আমরা সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চাইবো। আমরা নিজেদের সেরা খেলাটা দিয়ে এখান থেকে ইতিবাচক কিছু নিয়ে ফিরতে চাই।’

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে আপনার কী কৌশল থাকবে? আপনি কি রক্ষণাত্মক খেলবেন নাকি গোলের চেষ্টা করবেন? হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘আমরা অবশ্যই গোলের চেষ্টা করবো। আশা করি, সুযোগও পাবো। আমাদের চেষ্টা থাকবে শক্তি ও সামর্থ্য অনুযায়ী যতটা লড়াই করা যায়। আমরা কেমন দল সেটাই আমাদের মাঠে প্রমাণ করতে চাই।’

অস্ট্রেলিয়ানরা ফিজিক্যালি স্ট্রং। সেটপিসে তারা বিপদজনক। এ বিষয়গুলো নিয়ে কতটা চিন্তিত আপনি? ‘আমি এ বিষয়গুলো নিয়ে অনেক কাজ করেছি। অনেক আলোচনা করেছি। তারা ফিজিক্যালি আমাদের চেয়ে অনেক এগিয়ে। শারীরিক সামর্থ্যে অনেক এগিয়ে থাকা একটি দলের বিপক্ষে খেলতে আমাদের সতর্ক থাকতে হবে। অযথা তাদের বেশি সেটপিস উপহার দেওয়া যাবে না। ম্যাচের আগে আবারও আমি এ কথাগুলো স্মরণ করিয়ে দেবো খেলোয়াড়দের’-বলেন বাংলাদেশ কোচ।

অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘এটা অন্যতম একটি বড় ম্যাচ। অনেক কঠিন ম্যাচ। চার বছর আগে আমরা যে দলগুলোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিলাম তার চেয়ে অস্ট্রেলিয়া অনেক ভালো দল। অস্ট্রেলিয়া অন্য লেভেলের দল। আমাদের খেলোয়াড়দের জন্য ভালো অভিজ্ঞতা অর্জন হবে এ ম্যাচ খেলে। আমাদের কোচ এরই মধ্যে বলেছেন, আমরা আমাদের যোগ্যতা প্রদর্শন করে প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করবো। ম্যাচটা অনেক কঠিন হবে। আমাদেরকে সেরাটা খেলতে হবে আগামীকাল। লড়াইয়ের মানসিকতা নিয়েই আমরা মাঠে নামবো।’

আপনি ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন। ওই অস্ট্রেলিয়া ও এই অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন তফাৎ দেখতে পাচ্ছেন? কোন দলকে এগিয়ে রাখবেন? ‘বাস্তব কথা হলো, ২০১৫ সালে আমরা যে দলকে ফেস করেছিলাম সেই দলে টিম কাহিল ও জেরিনাকের মতো বেশ কয়েকজন হাই প্রোফাইল খেলোয়াড় ছিলেন। অনেক খেলোয়াড় ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের। এখনকার দলের খেলোয়াড়রা টপ টপ ক্লাবে হয়তো খেলে না। তবে স্কটিশ লিগসহ তারা ভালোভালো লিগে খেলেন। যদি এগিয়ে রাখি তাহলে ২০১৫ সালের দলকেই রাখবো’-বলছিলেন জামাল ভূঁইয়া।

দেশের বাইরে ম্যাচ হলেও আপনি অনেক সমর্থন পাবেন। মেলবোর্ন এবং এর আশপাশের শহর থেকে অনেক সাপোর্টার আসবে ম্যাচ দেখতে। কেমন অনুভব করছেন সেটা ভেবে? জামাল বলেন, ‘আমরা দেশের বাইরে যেখানেই ম্যাচ খেলি না কেন বাংলাদেশের দর্শকরা আমাদের অনুপ্রাণিত করে। তারা সমর্থন দিয়ে আমাদের খুশি করে। যা আমাদের আরো মোটিভেশন করে। আমরা চেষ্টা করবো তাদেরও খুশি করতে। এটা বলবো যে, বাংলাদেশ ভালো দল এবং এখানে ভালো খেলোয়াড়ও আছে।’

বাংলাদেশের সমর্থকদের জন্য আপনার কি বার্তা থাকবে? ‘আমাদের দলের জন্য দোয়া করেন, আমার সাথে থাকো। আমি জানি এ ম্যাচ অনেক টাফ হবে। আমরা একটা ভালো রেজাল্ট করতে চাই ইনশাআল্লাহ’-সমর্থকদের উদ্দেশ্যে জামাল ভূঁইয়া।

আপনি বলছিলেন এই বাংলাদেশ ভিন্ন বাংলাদেশ। অনেক ডেভেলপ করেছে। দলে সাম্প্রতিক সময়ে কী ধরনের ডেভেলপমেন্ট হয়েছে বলে আপনি মনে করেন? জামাল ভূঁইয়ার জবাব, ‘আমাদের আগের চেয়ে বেটার অর্গানাইজেশন। আগের চেয়ে ভালো অবকাঠামো। আগের চেয়ে ভালো সুযোগ-সুবিধা। কোয়ালিটির দিক দিয়েও আমরা এখন আগের চেয়ে অনেক ভালো। এখন জানি আমরা কি চাই এবং আমাদের কি করতে হবে। আমাদের শক্তি কি এবং দুর্বলতা কোথায় তাও জানি। তাই আমি মনে করে ২০১৫ সালের বাংলাদেশের সঙ্গে এই বাংলাদেশের অনেক পার্থক্য।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add