for Add
বিশেষ সংবাদদাতা, হাংজু (চীন) থেকে : ২ অক্টোবর ২০২৩, সোমবার, ০:১১:০০
১৯তম এশিয়ান গেমসের নবম দিন শুরু হলো আর্চারি। প্রথম দিন ছিল র্যাঙ্কিং রাউন্ড। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ সপ্তম হয়েছে। স্কোর করেছে ১৯৬৩। রোমান সানা ৬৪৮, সাগর ইসলাম ৬৬২ ও রামকৃষ্ণ সাহা ৬৫৩ স্কোর করে। শীর্ষ তিনে আছে দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও ভারত।
এদিকে ব্যক্তিগত ইভেন্টে সাগর ইসলাম ২২ ও রামকৃষ্ণ সাহা ২৯তম হয়ে লড়বেন। দীর্ঘ এগার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দলগত ইভেন্টে সুযোগ পেলেও ব্যক্তিগত ইভেন্ট থেকে বাদ পড়েছেন রোমান সানা। এবার গেমসের নিয়ম অনুযায়ী প্রত্যেক দেশের শীর্ষ দু তারকা সুযোগ পাবেন ব্যক্তিগত ইভেন্টে।
নারীদের বিভাগে ১৮২৫ স্কোর করে বাংলাদেশ ১৪তম হয়েছে। দলগত ইভেন্টে লড়বেন দিয়া সিদ্দিকি, ফামিদা সুলতানা নিশা ও সীমা আক্তার শিমু। দিয়া ও নিশি খেলবেন ব্যক্তিগত ইভেন্টে।
পুরুষ দলগত বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম ও নারীদের বিভাগে চাইনিজ তাইপে। কম্পাউন্ডে পুরুষ বিভাগে ১২তম ও নারীদের বিভাগে অস্টম হয়েছে। কম্পাউন্ডের দলগত ইভেন্টে পুরুষদের প্রতিপক্ষ মালয়েশিয়া, নারীদের হংকং।
For add
For add
For add
For add
for Add