for Add
বিশেষ সংবাদদাতা, হাংজু (চীন) থেকে : ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ২২:০৭:৫০
চীনের হাংজু শহরে ১৯তম এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।
প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিয়ে পৌঁছে গেছেন সেরা ২৪-এ। হাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে হিটে তিনি সময় নেন ১০.৪৪ সেকেন্ড। পাঁচ নম্বর হিটের নয় নম্বর লেনে দৌড়ান তিনি। হয়েছেন তৃতীয়। তার হিটে ইন্দোনেশিয়া এক ও কাতারের স্প্রিন্টার হয়েছেন দু নম্বর। পাঁচ হিট মিলে ইমরানের অবস্থান ১৭তম। সবগুলো হিট মিলে সেরা টাইমিং ১০.০৭ সেকেন্ড।
ফাইনালে ওঠার স্বপ্নপূরণে সেমিতে আরও দ্রুত দৌড়ানোর চেষ্টার কথা বলেছেন ইমরান। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় বিকালে সেমিফাইনালে নামবেন ইমরান। ফাইনালও হবে রাতে। ইমরানের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। বছরের শুরুতে এশিয়ান ইনডোর চ্যাম্পয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন ইমরান।
For add
For add
For add
For add
for Add