for Add
নিজস্ব প্রতিবেদক : ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার, ২৩:১৪:২১
আগামী সেপ্টেম্বরে চীনের হাংঝুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমস ফুটবলের গ্রুপ চূড়ান্ত হয়েছে। পুরুষ বিভাগের অনূর্ধ্ব–২৩ পর্যায়ের এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এতে বাংলাদেশের গ্রুপসঙ্গী ভারত, চীন ও মিয়ানমার।
এশিয়াডে ছেলেদের ফুটবল অনূর্ধ্ব–২৩ দল নিয়ে হলেও মেয়েদের ফুটবলে খেলবে জাতীয় দল। সাবিনা–সানজীদা–কৃষ্ণাদের প্রতিপক্ষও আজ ঠিক হয়ে গেছে। মেয়েদের ফুটবলে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের গ্রুপসঙ্গী জাপান, ভিয়েতনাম ও নেপাল। এশিয়াডের মেয়েদের ফুটবলে এই প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ।
২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে বাংলাদেশ প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলেছিল। সেবার থাইল্যান্ডের সঙ্গে ড্র ও কাতারকে ১–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরেছিল উজবেকিস্তানের বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে উত্তর কোরিয়ার বিপক্ষে ৩–১ গোলে হেরে শেষ পর্যন্ত বিদায় নেয় বাংলাদেশ।
For add
For add
For add
For add
for Add