for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ জুলাই ২০২৩, বুধবার, ২৩:৫১:৫৪
নেপালের বরেণ্য ক্রীড়া সংগঠক অরবিন্দ রাজ অল নেপাল কাবাডি অ্যাসোসিয়েশনের নির্বাচনে জেনারেল সেক্রেটারি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
এর আগে তিনি অল নেপাল কাবাডি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ছিলেন। শুধু তাই নয়, দীর্ঘ দিন ধরে অরবিন্দ রাজ নেপাল জাতীয় কাবাডি দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন।
ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ আন্তজাতিক কাবাডি টুর্নামেন্টের তিনটি আসরেই অরবিন্দ রাজ নেপাল জাতীয় কাবাডি দলের ম্যানেজার ছিলেন। তার সঙ্গে বাংলাদেশ কাবাডির সম্পৃক্ত ব্যক্তিবর্গের রয়েছে অত্যন্ত সুসর্ম্পক।
বিপুল ভোটে জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হওয়া অরবিন্দ রাজ এক প্রতিক্রিয়ার বলেন, তার মূল লক্ষ্যই হবে দেশের কাবাডিকে শক্ত ভিতের উপর দাঁড় করানো এবং সার্কর্ভুক্ত দেশগুলোর কাবাডি উন্নয়নে কাজ করা।
অরবিন্দ রাজ বলেন, যারা আমাকে অল নেপাল কাবাডি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি পদে বিপুল ভোটে নির্বাচিত করেছেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। বিশেষ করে নেপালের বিভিন্ন রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশন, বিভিন্ন জেলা কাবাডি অ্যাসোসিয়েশন, নেপাল অলিম্পিক কমিটি এবং কাবাডির সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
For add
For add
For add
For add
for Add