for Add
স্পোর্টস ডেস্ক : ৩ মে ২০২৩, বুধবার, ৬:৫০:০২
প্রথম ওয়ানডের মতো বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
প্রথম ওয়ানডেতে মাঠে নামার সুযোগ পেলেও মঙ্গলবার কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠেই নামতে পারেনি কেউ। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় উইমেন’স চ্যাম্পিয়নশিপে ১টি করে পয়েন্ট পেয়েছে দুই দল।
সিরিজটি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ। চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এই নিয়ে টানা চার ম্যাচ বৃষ্টিতে পন্ড হলো। গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ পরিত্যক্ত হলো।
এরফলে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানেই থাকলো বাংলাদেশ। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে থাকলো শ্রীলঙ্কা।
আগামী ৪ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। -বাসস
For add
For add
For add
For add
for Add