for Add
নিজস্ব প্রতিবেদক : ১০ মার্চ ২০২৩, শুক্রবার, ১:১১:৫০
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট এখন দোরগোড়ায় কড়া নাড়ছে। আর মাত্র দুই দিন পরেই এ টুর্নামেন্টের তৃতীয় আসর কোর্টে গড়াতে যাচ্ছে। এ বছর রেকর্ড ১২টি দল অংশ নিতে যাচ্ছে।
এ টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষে আজ শুক্রবার থেকে বিদেশী দলগুলো ঢাকায় আসতে শুরু করবে। প্রথম বিদেশী দল হিসেবে সকালে ঢাকায় আসছে আর্জেন্টিনা। সকাল ৮.১০ মিনিটে আর্জেন্টিনার কাবাডি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে বাংলাদেশ কাবাডি ফেডারেশন সূত্রে জানা গেছে।
১৩ থেকে ২১ মার্চ পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে শুরু হবে ১২ জাতির এ টুর্নামেন্ট। অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরাক, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
২০২১ সালে ৫টি দল ও ২০২২ সালে ৮টি করে দেশ অংশ নিলেও এবার টুর্নামেন্টের পরিধি বেড়েছে। চারটি দেশ বেশি অংশ নিচ্ছে তৃতীয় আসরে।
অংশগ্রহণকারী দলগুলো ঢাকায় পৌঁছানোর পর ১২ মার্চ ম্যানেজার্স মিটিংয়ে টুর্নামেন্টের গ্রুপিং, ফিকশ্চার ও ফরম্যাট চূড়ান্ত হবে।
For add
For add
For add
For add
for Add