for Add
স্পোর্টস ডেস্ক : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ১৭:২৯:০৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরই হয়েছে মোটে আটটি। তার মধ্যে ছয়বারই চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। ভাবা যায়!
রোববার রাতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯ হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিলো অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা তৃতীয়বার আর সবমিলিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন অসি মেয়েরা।
২০০৯ সালে প্রথমবার মাঠে গড়ায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম আসরে স্বাগতিক ইংল্যান্ডই চ্যাম্পিয়ন হয়। এরপরই শুরু হয় অসি রাজত্ব।
২০১০, ২০১২, ২০১৪-টানা তিনবার চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ২০১০ সালে স্বাগতিক ছিল ওয়েস্ট ইন্ডিজ, ২০১২তে শ্রীলঙ্কা আর ২০১৪ সালে বাংলাদেশ।
২০১৬ সালে অস্ট্রেলিয়ার সিংহাসন ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতে অনুষ্ঠিত আসরে চ্যাম্পিয়ন হয় তারা। ওই পর্যন্তই। এরপর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপটি নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজে, ২০২০ সালে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার পর রোববার রাতে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে ম্যাগ লেনিংয়ের দল। -সূত্র : জাগোনিউজ২৪.কম
For add
For add
For add
For add
for Add