for Add
নিজস্ব প্রতিবেদক : ৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ০:৩১:১৪
দেশে প্রথমবারের মতো আয়োজিত করপোরেট নারী কাবাডির ফাইনাল আজ। ঢাকা জাতীয় কাবাডি স্টেডিয়ামে দুপুর তিনটায় শিরোপা লড়াইয়ে ঢাকা টুয়েলভ ও টেকনো মিডিয়া মোকাবেলা করবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন।
প্রথম কোয়ালিফায়ারে ঢাকা টুয়েলভ ২৬-২৩ পয়েন্টে নরসিংদী লিজেন্ডসকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর নরসিংদী লিজেন্ডসকে ২৪-১৮ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টেকনো মিডিয়া।
শিরোপা প্রত্যাশী টেকনো মিডিয়ার অধিনায়ক স্মৃতি আক্তার বলেন, ‘দেশের প্রথমবার আয়োজিত হয়েছে করপোরেট মেয়েদের কাবাডি লিগ। তাই ইতিহাসের অংশ হতে আমরা শিরোপা জিততে চাই। আমাদের দলের অন্যতম শক্তি জাতীয় দলের কচি রানী সরকার, সোমা আক্তার, রুপালী আক্তার। কোচ বাদশা মিয়ার নির্দেশনা মোতাবেক খেলতে পারলে শিরোপা আমরই জিতবো ইনশাল্লাহ।’ অন্যদিকে ঢাকা টুয়েলভের অধিনায়ক রেখা আক্তারী বলেন, ‘আমাদের এখন একটাই লক্ষ্য করপোরেট কাবাডির শিরোপা জেতা। সেই রসদও আমাদের রয়েছে জাতীয় দলের খেলোয়াড় স্বরস্বতী রায় ও আমি রয়েছি। আমরা ভাল খেলেই এখানে এসেছি। ডিসিপ্লিনের মধ্য দিয়ে খেলেছি, তাই জিতেছি। সবাই কষ্ট করেছি। কোচ বজলুর রশিদের নির্দেশনা অনুযায়ী শেষ ম্যাচেও দুর্দান্ত খেলে শিরোপা নিয়ে ঘরে ফিরতে চাই।’
For add
For add
For add
For add
for Add