for Add

শেষ মুহূর্তের গোলে পিএসজিকে রুখে দিল রেইমস

আর্সেনাল থেকে ধারে খেলতে আসা স্ট্রাইকার ফোলারিন বালোগানের ৯৬ মিনিটের গোলে রেইমস ১০ জনের পিএসজির সাথে রোববার লিগ ওয়ানে ১-১ গোলে ড্র করেছে।

পার্ক ডি প্রিন্সেসে বিরতির পরপরই নেইমারের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক পিএসজি। ওই গোলের পরপর বদলী খেলোয়াড় মার্কো ভেরাত্তি সরাসরি লাল কার্ড পেয়ে মাঠত্যাগ করলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। তারপরও পূর্ণ তিন পয়েন্টের পথে ভালভাবেই এগিয়ে যাচ্ছিল পিএসজি। ম্যাচের শেষ মুহূর্তে বালোগানের গোলে অবশ্য পিএসজির লক্ষ্য পূরণ হয়নি। দূর্দান্ত দক্ষতায় ম্যাচে ফিরে এসে এক পয়েন্ট নিয়ে স্বস্তির সাথে মাঠ ত্যাগ করেছে সফরকারীরা। এ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে থাকলো রেইমস। এর মাধ্যমে বেলজিয়ামে জন্মগ্রহণকারী ইংলিশম্যান ৩০ বছর বয়সী উইল স্টিলের অধীনে রেইমস তাদের অপরাজিত থাকার রেকর্ড ১৪ ম্যাচ পর্যন্ত উন্নীত করেছে। এ নিয়ে এবারের মৌসুমে রেইমস পিএসজির সাথে দুইবার ড্র করেছে। তারকাবহুল পিএসজরি বিরুদ্ধে স্টিলের তরুণ দলটি যে দক্ষতা দেখিয়েছে তাতে তাদের সামর্থ্য অনেকটাই প্রমাণিত হয়েছে।

এ বছর এ নিয়ে চার লিগ ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারালো পিএসজি। তারপরও অবশ্য লেন্সের থেকে তিন পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে। দুই সপ্তাহ পর বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়াই এখন পিএসজির সামনে মূল চ্যালেঞ্জ।

ম্যাচ শেষে কোচ ক্রিস্টোফে গাল্টিয়ার বলেছেন, ‘সার্বিকভাবে আমরা দলের পারফরম্যান্স নিয়ে মোটেই সন্তুষ্ট নই। এখানে চিন্তিত হবার কিছু নেই। যত দ্রুত সম্ভব জয়ের ধারায় ফিরতে হবে। অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে খেলেও ৯৫ মিনিট শেষে গোল হজম করা পুরো দলের আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। বিষয়টা খুবই বিস্ময়কর।’

বিশ্বকাপের পর এই প্রথমবারের মতো গাল্টিয়ার মূল একাদশে একসাথে মাঠে নামিয়েছিলেন দলের তিন মূল তারকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে। শুরুতে পিএসজি ৪-২-৪ ফর্মেশনে খেলতে থাকে। আক্রমণভাগে তারকা তিনজনের সাথে রাইট উইংয়ে যোগ দেন কার্লোস সোলার। প্রথমার্ধে মধ্যমাঠে অবশ্য ভেরাত্তির অনুপস্থিতি অনুভূত হয়েছে। এই সুযোগে রেইমস বিপদজনক হয়ে উঠতে থাকে।

বিরতির পর ভেরাত্তি মাঠে নামার সাথে সাথেই এগিয়ে যায় পিএসজি। ৫১ মিনিটে নেইমারের গোলে ডেডলক ভাঙ্গে পিএসজি। মৌসুমে এটি নেইমারের ১৭তম গোল। এই গোলের পরপরই বিতর্কিত সিদ্ধান্তে পিএসজি ১০ জনের দলে পরিণত হয়। বক্সের ভিতর মারকুইনহোসের ফাউলে রেইমকে প্রথমে পেনাল্টি উপহার দেয়া হয়। কিন্তু ভিএআর প্রমাণ পেয়েছে এই গোলের ঠিক আগেই ভেরাত্তি বাজেভাবে জুনায়া ইতোকে ফাউল করেছেন। এর ফলে ভেরাত্তিকে লাল কার্ড দেখানো হয়, একইসাথে অফসাইডের কারণে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করা হয়।

এরপর পিএসজি পরপর দুটি গোল থেকে বঞ্চিত হয়। সার্জিও রামোসের হেড বারে লেগে ফেরত আসে, আচরাফ হাকিমির গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে ইংল্যান্ড অনুর্ধ্ব-২১ দলের স্ট্রাইকার বালোগান পিএসজির গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমাকে পরাস্ত করলে ম্যাচে সমতা ফেরায় রেইমস। এবারের মৌসুমে এ নিয়ে ১১তম গোল করলেন বালোগান।-বাসস

সব সংবাদ

১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় বিদায়ের আগ মুহূর্তে আবেগঘন পোস্ট কায়েসের গোল মিসের মহড়ায় মালদ্বীপের কাছে হার জানুয়ারিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৮ গোল করে নতুন রেকর্ড চেলসির ট্রাম্পকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু ম্যাচের মাঝেই বজ্রপাত > এক ফুটবলারের মৃত্যু তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ শুরু দাবিগুলো পূরণ করার চেষ্টা করব : প্রধান উপদেষ্টা আফগানিস্তান সিরিজে শান্তই অধিনায়ক শনিবার যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা একনজরে বিপিএলের দলগুলো সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা জেনে নিন বাফুফে নির্বাচনে কে কোন পদে… ফুটবলপ্রিয় বন্ধুকে নিয়ে স্মরণ সভা ‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’ নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ আদালতের নতুন রায়ে ‘দুঃস্বপ্ন ভাঙলো’ পগবার স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ রেকর্ড গড়ে বাংলাদেশকে হারালো ভারত নয় বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সাকিবকে নিরাপত্তা দেওয়া নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের হামলার হুমকির পর কানপুর টেস্ট শুনছে মেঘের গর্জন বাংলাদেশের জার্সিতে খেললে ইংল্যান্ডের কোনো আপত্তি নেই জ্যোতিদের লক্ষ্য বিশ্বকাপ সেমিফাইনাল বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল ভারতের কাছে হারলো বাংলাদেশ সিরিয়ার কাছে ৪ গোলে হারলো বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের কাছে হার ফিফা র‍্যাংকিং আরো পেছাল বাংলাদেশ তরফদারের প্রতিদ্বন্দ্বী কি তাহলে তাবিথ আউয়াল? ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয় : সৌরভ গাঙ্গুলি মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল! বাফুফে সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন ভারতে টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শান্ত ফিরেই জোড়া গোল করে ম্যাচসেরা মেসি পরিস্থিতি বিবেচনায় নির্বাচন করবেন না সালাউদ্দিন বর্তমান কমিটির বিলুপ্তি চান উশুর প্রতিষ্ঠাতারা লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেলেন দুলাল মাহমুদ বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add