for Add
নিজস্ব প্রতিবেদক : ২৫ জানুয়ারি ২০২৩, বুধবার, ১৮:১৭:২৫
করপোরেট নারী কাবাডি লিগে প্রথম হারের মুখ দেখলো ঢাকা টুয়েলভ। বুধবার জাতীয় কাবাডি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় টেকনো মিডিয়া ২৩-১৯ পয়েন্টে হারায় তাদেরকে। অবশ্য এ হারের আগেই ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে কোয়ালিফাইং রাউন্ড নিশ্চিত করেছে ঢাকা টুয়েলভ।
জিতেও স্বস্তিতে নেই টেকনো মিডিয়া। কোয়ালিফাইং রাউন্ডে যেতে হলে ৯ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া টেকনো মিডিয়াকে তাকিয়ে থাকতে হবে নরসিংদীর পরের দুই ম্যাচের দিকে। ওই দুই ম্যাচে নরসিংদী হারলে এবং নিজেদের পরের দুই ম্যাচে জিতলেই কেবল কোয়ালিফাই রাউন্ড নিশ্চিত হবে টেকনো মিডিয়ার।
For add
For add
For add
For add
for Add