for Add

কোনমতে রক্ষা পেল বায়ার্ন

মিডফিল্ডার জসুয়া কিমিচের শেষ মুহূর্তের গোলে বুন্দেসলিগা মৌসুমের দ্বিতীয় পরাজয়ের হাত থেকে মুক্তি পেয়েছে বায়ার্ন মিউনিখ। কিমিচের ৯০ মিনিটের গোলে ঘরের মাঠে কোলনের সাথে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন।

শনিবার ব্রেমেনের বিরুদ্ধে ৭-১ গোলের জয় পাওয়া কোলন কাল তিন মিনিটে এগিয়ে গিয়ে বায়ার্নের উপর চাপ সৃষ্টি করতে থাকে। ডিফেন্ডার জুলিয়ান চাবট কর্ণার থেকে বল পেয়ে অনেকটা ফাঁকায় দাঁড়ানো এলিয়েস শাকিরির দিকে বাড়িয়ে দেন। তিউনিশিয়ান এ মিডফিল্ডার পোস্টের খুব কাছে থেকে বল জালে পাঠান। ২৯ মিনিটে কোলন ব্যবধান প্রায় দ্বিগুণ করেই ফেলেছিল। কিন্তু বায়ার্ন গোলরক্ষক ইয়ান সোমার শাকিরি ও ডেনিস হুসেইনবাসিচের পরপর দুই শট দুর্দান্তভাবে রুখে দিয়ে কোলনকে ব্যবধান বাড়াতে দেয়নি। এরপর বায়ার্নের একের এক আক্রমণ রুখে দিয়ে নিজেদের প্রতিরোধ করেছে কোলন। ২০০৯ সালের পর প্রথমবারের মতো বায়ার্নের মাটিতে জয় তুলে নেবার পথেই ছিল কোলন। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে কিমিচ তা হতে দেয়নি।

শেষ মিনিটে গোল হজম করাটা কিছুটা অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন কোলন ম্যানেজার স্টিফেন বমগার্ট। কিন্তু একইসাথে তিনি স্বীকার করেছেন পুরো দল যা খেলেছে তার মধ্যে পরিপূর্ণ পারফরম্যান্স ছিল।

বায়ার্ন কোচ জুলিয়ান নাগলসম্যান বলেছেন দ্বিতীয়ার্ধে তার দল দারুণ খেলেছে। কিন্তু ২০২৩ সালে দুই ম্যাচে দুই ড্রয়ে কিছুটা হলেও বায়ার্ন পিছিয়ে পড়েছে। তিনি বলেন, ‘দূর্ভাগ্যবশত: শেষ মুহূর্তে আমরা যথেষ্ট প্রতিরোধ গড়তে পারিনি।’ এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করলো বায়ার্ন।

দিনের আরেক ম্যাচে উল্ফসবার্গ তাদের সাম্প্রতিক ফর্ম ধরে রেখে হার্থা বার্লিনকে ৫-০ গোলে পরাজিত করেছে। এর আগের ম্যাচে ফ্রেইবার্গকে তারা ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল। ম্যাচের চার মিনিটে সুইডিশ মিডফিল্ডার মাটিয়াস সাভানবার্গ ফ্রি-কিক থেকে সফরকারী উল্ফসবার্গকে এগিয়ে দেন। অধিনায়ক ম্যাক আর্নল্ড স্পট কিক থেকে ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। তিন মিনিট পর জোনাস উইন্ডের কার্ভিং শটে ৩-০ গোলের লিড পায় উল্ফসবার্গ। গত চারদিনে উইন্ডের এটি তৃতীয় গোল। দ্বিতীয়ার্ধে রিডল বাকু ও ওমর মারমুশ আরো দুই গোল করলে উল্ফসের টানা ষষ্ঠ জয় নিশ্চিত হয়।

শেষ ৬ ম্যাচে পরাজিত হয়ে তলানির থেকে দ্বিতীয় স্থানে থাকা হার্থা শনিবার ইউনিয়ন বার্লিনের মোকাবেলা করবে। লিগ টেবিলের শীর্ষে থাকা বায়ার্নের তুলনায় এক ম্যাচ কম খেলা ইউনিয়ন বার্লিন এ মুহূর্তে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।

এ দিন অন্য ম্যাচে ১০ জনের স্টুটর্গার্টেল সাথে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছে হফেনহেইম। আন্দ্রে ক্রামারিচের ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে দুর্দান্ত দুরপাল্লার শটে হফেনহেইমের ড্র নিশ্চিত হয়। এর আগে এই ক্রামারিচের গোলেই ম্যাচের শুরুতে লিড পেয়েছিল হফেনহেইম। ৪৫ ও ৭৭ মিনিটে সেরু গুইরাসি ও ওয়াটারু এন্ডোর গোলে ২-১ গোলে এগিয়ে যায় স্টুটগার্ট। ৭৮ মিনিটে দুই হলুদ কার্ডে মাঠত্যাগে বাধ্য জন ফরাসি মিডফিল্ডার নাইরু মোহাম্মদ আহামাদা। যে কারনে বাকিটা সময় স্টুটগার্টকে ১০ জন নিয়ে প্রতিরোধ চালাতে হয়েছে।

দিনের শুরুতে মিডফিল্ডার যানি ওলমোর এক গোল ও তিন অ্যাসিস্টে ধুকতে থাকা শালকেকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে আরবি লিপজিগ। প্রথমার্ধে দুই গোল করেছেন পর্তুগীজ স্ট্রাইকার আন্দ্রে সিলভা। বেঞ্জামিন হেনরিকস ও সাবেক চেলসি ফরোয়ার্ড টিমো ওয়ার্নার প্রথমার্ধের বাকি গোল দুটি করেছেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই শালকে কিছুটা আগ্রাসী হয়ে উঠে। জাপানীজ মিডফিল্ডার কুজুকি ৫৬ মিনিটে শালকের হয়ে এক গোল পরিশোধ করেন। শালকের হয়ে দ্বিতীয় ম্যাচেই প্রথম গোলের দেখা পেলেন তিনি। এরপর ওলমো একক প্রচেষ্টায় গোল করলে লিপজিগ ৫-১ গোলের লিড পায়। ড্যানিশ স্ট্রাইকার ইউসুফ পোলসেন শেষ মিনিটে আরো এক গোল করলে মৌসুমে সবচেয়ে বড় নিশ্চিত করে লিপজিগ।-বাসস

সব সংবাদ

১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় বিদায়ের আগ মুহূর্তে আবেগঘন পোস্ট কায়েসের গোল মিসের মহড়ায় মালদ্বীপের কাছে হার জানুয়ারিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৮ গোল করে নতুন রেকর্ড চেলসির ট্রাম্পকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু ম্যাচের মাঝেই বজ্রপাত > এক ফুটবলারের মৃত্যু তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ শুরু দাবিগুলো পূরণ করার চেষ্টা করব : প্রধান উপদেষ্টা আফগানিস্তান সিরিজে শান্তই অধিনায়ক শনিবার যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা একনজরে বিপিএলের দলগুলো সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা জেনে নিন বাফুফে নির্বাচনে কে কোন পদে… ফুটবলপ্রিয় বন্ধুকে নিয়ে স্মরণ সভা ‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’ নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ আদালতের নতুন রায়ে ‘দুঃস্বপ্ন ভাঙলো’ পগবার স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ রেকর্ড গড়ে বাংলাদেশকে হারালো ভারত নয় বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সাকিবকে নিরাপত্তা দেওয়া নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের হামলার হুমকির পর কানপুর টেস্ট শুনছে মেঘের গর্জন বাংলাদেশের জার্সিতে খেললে ইংল্যান্ডের কোনো আপত্তি নেই জ্যোতিদের লক্ষ্য বিশ্বকাপ সেমিফাইনাল বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল ভারতের কাছে হারলো বাংলাদেশ সিরিয়ার কাছে ৪ গোলে হারলো বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের কাছে হার ফিফা র‍্যাংকিং আরো পেছাল বাংলাদেশ তরফদারের প্রতিদ্বন্দ্বী কি তাহলে তাবিথ আউয়াল? ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয় : সৌরভ গাঙ্গুলি মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল! বাফুফে সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন ভারতে টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শান্ত ফিরেই জোড়া গোল করে ম্যাচসেরা মেসি পরিস্থিতি বিবেচনায় নির্বাচন করবেন না সালাউদ্দিন বর্তমান কমিটির বিলুপ্তি চান উশুর প্রতিষ্ঠাতারা লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেলেন দুলাল মাহমুদ বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add