for Add
স্পোর্টস ডেস্ক : ২২ জানুয়ারি ২০২৩, রবিবার, ২৩:২৫:৪৬
প্রত্যাশা ও মান অনুযায়ী খেলোয়াড়রা খেলতে না পারলে ম্যানচেস্টার সিটির বর্ণাঢ্য ক্যারিয়ার হয়তো একটু আগে ভাগেই শেষ করে দিতে
পারেন ক্ষুব্ধ কোচ পেপ গার্দিওলা। এমন ইঙ্গিত দিয়ে গার্দিওলা বলেছেন তিনি শিষ্যদের মধ্যে জয়ের ক্ষুধার অভাব লক্ষ্য করেছেন।
বৃহস্পতিবার টটেনহ্যাম হটস্পারের সাথে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। এই মুহূর্তে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে টেবিলের প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল।
কাতালান কোচ গার্দিওলার অধীনে গত পাঁচ মৌসুমে চারবার লিগ শিরোপা জয় করেছে সিটি, যা তাদের ক্লাব ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। ইতোমধ্যেই নভেম্বরে ২০২৫ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামে থাকার চুক্তি নবায়ন করেছেন গার্দিওলা। কিন্তু একই সাথে তিনি স্বীকার করেছেন পারফরম্যান্সে ঘাটতি হলে তা মেনে নেয়া কঠিন, আর তাই কোচ হিসেবে ক্লাব ছেড়ে যেতে তিনি দ্বিধাবোধ করবেন না।
বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার বলেছেন, ‘আমি যখন ফুটবলার ছিলাম তখন টানা চার মৌসুম লা লিগা শিরোপা জিতেছি। পঞ্চম মৌসুমে এসে আমি একই রকম খেলতে পারিনি, এমনকি ষষ্ঠ মৌসুমেও জয়ের ধারা ধরে রাখতে পারিনি। আমি যথেষ্ট ক্ষুধার্ত ছিলাম না। আমি মনে করেছিলাম আমি অনেক ভাল খেলছি। রিয়াল মাদ্রিদ পঞ্চম ও ষষ্ঠ মৌসুমে আমাদের পরাজিত করেছিল। আমি চ্যালেঞ্জ সম্পর্কে বুঝতে পেরেছিলাম। এখানেও আমি তেমনটাই লক্ষ্য করছি। সিটির চেয়ারম্যানও আমার সম্পর্কে জানে, সে কারণেই আমি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছি, নাহলে হয়তো করতাম না। কিন্তু আমার দল যদি হারে কিংবা আমি অন্যকিছু হারাই তবে এখানে থাকবো না। এখানকার সমর্থকরা অপেক্ষা পছন্দ করেনা।’
সিটির থেকে এক ম্যাচ বেশি হাতে রেখে আর্সেনাল পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে। এবারের মৌসুমে সিটি ও আর্সেনাল একে অপরের সাথে এখনো তিনটি ম্যাচ খেলবে। তার মধ্যে প্রথমটি শুক্রবার এফএ কাপের চতুর্থ রাউন্ডের লড়াই। গার্দিওলা আশা করছেন শিষ্যদের প্রতি তার এই প্রকাশ্য সতর্কতরা প্রতিক্রিয়া দ্রুতই মাঠের ফলাফলে পাওয়া যাবে। মৌসুমে অর্ধেকটা সময় এখনো বাকি। যে কারণে কোনকিছুই একেবারে শেষ হয়ে যায়নি। এ সম্পর্কে গার্দিওলা বলেন, ‘আমরা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছি, আর্সেনালের থেকে ২৫ পয়েন্ট পিছিয়ে নেই। এখনো ৫৭ পয়েন্টের খেলা বাকি আছে। আমি যা বলতে চাচ্ছি, এখন সুযোগ নস্ট করা যাবে না। আমাদের সামনে এগিয়ে যাবার চেষ্টা করে যেতে হবে। সমালোচকদের জন্য আমার দু:খ হচ্ছে। ইতোমধ্যেই আমরা যা অর্জন করেছি তা প্রিমিয়ার লিগের ইতিহাস বইতে লেখা হয়ে গেছে। এটা অস্বীকার করার কোন উপায় নেই। বিভিন্ন কারণে সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকতা ধরে রাখা খুবই কঠিন। এখন আমাদের সামনে তাকিয়ে থাকতে হবে।’
মৌসুমের শুরুতে দলের দুই তারকা গাব্রিয়েল জেসুস ও ওলেক্সান্দার জিনচেনকোকে আর্সেনালের কাছে ছেড়ে দেবার জন্য কোন হতাশা নেই গার্দিওলার। সিটি বস বলেন, ‘আমি সব সময়ই বলেছি যে খেলোয়াড়রা ক্লাব ছাড়তে চায় তাদের জোড় করে ধরে রাখার কোন অর্থ নেই। গাব্রিয়েল ও জিনচেনকোর জন্য আমার শুভকামনা রইলো। অসাধারণ এই দুই খেলোয়াড় আমাদের অনেক সহযোগিতা করেছে। অবশ্যই আর্লিং হালান্ড ও জুুলিয়ান আলভারেজ আমাদের দলে এসেছে। যাদের উপর ভরসা করা যায়। এটা ক্লাবের জন্য ভাল মানের ট্রান্সফার ছিল।-বাসস
For add
For add
For add
For add
for Add