for Add
নিজস্ব প্রতিবেদক : ১৭ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১৯:১২:৩৩
মার্কস অ্যাকটিভ স্কুল দাবায় সেন্ট জোসেফ স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। আজ সন্ধ্যায় শিরোপা লড়াইয়ে তারা ডিপিএস-এসটিএস স্কুলকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে। এর ফলে চ্যাম্পিয়ন সেন্ট জোসেফ ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকা ও রানার্সআপ ডিপিএস-এসটিএস ৫ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছে।
বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ফাইনাল ম্যাচটি ২-২ পয়েন্টে ড্র হওয়ায় র্যাপিডে সেন্ট জোসেফ ডিপিএস-এসটিএসকে হারিয়ে দাবায় দেশসেরা স্কুল হয়েছে।
ফাইনালে সেন্ট জোসেফের হয়ে তাহসিন তাজওয়ার জিয়া, আহনাফ রশিদ চৌধুরী, নওশান উদ্দিন ও আবরার জাহিন এবং ডিপিএস-এসটিএস পক্ষে আইমান আহমেদ, মারজুক চৌধুরী, মোহাম্মদ ফারজান আলী ও কাজী আফসান রওনক আনান প্রতিদ্বন্দ্বিতা করেন।
খেলা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে স্কুল দাবাড়ুদের পুরস্কৃত করেন।
উল্লেখ্য গত বছরের আগস্ট থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সারা দেশের মোট ২০৬২টি স্কুল অংশ নেয়।
For add
For add
For add
For add
for Add