for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১৮:০৭:৩১
মেহেদি হাসান মিরাজের প্রথম সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে এক ম্যাচ বাকী রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ ৫ রানে হারিয়েছে ভারতকে। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের সাথে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। একই সাথে ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয় করলো টাইগাররা। প্রথম ও সর্বশেষ ২০১৫ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
ম্যাচ সেরা নির্বাচিত হওয়া মিরাজের অপরাজিত ১০০ ও মাহমুদুল্লাহ রিয়াদের ৭৭ রানের সুবাদে দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। জবাবে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৬ রান করে হার বরণ করে ভারত। ব্যাটিংয়ে দুর্দান্ত ইনিংসের পর বল হাতে ২টি উইকেট নিয়েছেন মিরাজ।
স্কোর কার্ড
বাংলাদেশ ইনিংস
এনামুল হক বিজয় এলবিডব্লু ব সিরাজ ১১
লিটন বোল্ড ব সিরাজ ৭
শান্ত বোল্ড ব মালিক ২১
সাকিব ক ধাওয়ান ব সুন্দর ৮
মুশফিক ক ধাওয়ান ব সুন্দর ১২
মাহমুদুল্লাহ ক রাহুল ব মালিক ৭৭
আফিফ বোল্ড ব সুন্দর ০
মিরাজ অপরাজিত ১০০
নাসুম অপরাজিত ১৮
অতিরিক্ত (বা-১, লে বা-৩, নো-২, ও-১১) ১৭
মোট (৭ উইকেট, ৫০ ওভার) ২৭১
উইকেট পতন : ১/১১ (এনামুল), ২/৩৯ (লিটন), ৩/৫২ (শান্ত), ৪/৬৬ (সাকিব), ৫/৬৯ (মুশফিক), ৬/৬৯ (আফিফ), ৭/২১৭ (মাহমুদুল্লাহ)।
ভারত বোলিং
চাহার : ৩-০-১২-০,
সিরাজ : ১০-০-৭৩-২ (ও-৪, নো-১),
শারদুল : ১০-১-৪৭-০ (ও-২),
মালিক : ১০-২-৫৮-২ (ও-১, নো-১),
সুন্দর : ১০-০-৩৭-৩,
প্যাটেল : ৭-০-৪০-০।
ভারত ইনিংস :
কোহলি বোল্ড ব এবাদত ৫
ধাওয়ান ক মিরাজ ব মুস্তাফিজ ৮
আইয়ার ক আফিফ ব মিরাজ ৮২
সুন্দর ক লিটন ব সাকিব ১১
রাহুল এলবিডব্লু ব মিরাজ ১৪
প্যাটেল ক সাকিব ব এবাদত ৫৬
শারদুল স্টাম্প মুশফিক ব সাকিব ৭
চাহার ক শান্ত ব এবাদত ১১
রোহিত অপরাজিত ৫১
সিরাজ বোল্ড ব মাহমুদুল্লাহ ২
মালিক অপরাজিত ০
অতিরিক্ত (বা-৪, লে বা-২, নো-২, ও-১১) ১৯
মোট (৯ উইকেট, ৫০ ওভার) ২৬৬
উইকেট পতন : ১/৭ (ধাওয়ান), ২/১৩ (রোহিত), ৩/৩৯ (কোহলি), ৪/৬৫ (আইয়ার), ৫/১৭২ (সুন্দর), ৬/১৮৯ (প্যাটেল), ৭/২০৭ (শারদুল), ৮/২১৩ (চাহার), ৯/২৫২ (সিরাজ)।
বাংলাদেশ বোলিং
মিরাজ : ৬.১-০-৪৬-২ (নো-২),
এবাদত : ১০-০-৪৫-৩ (ও-২),
মুস্তাফিজুর : ১০-১-৪৩-১ (ও-১),
নাসুম : ১০-০-৫৪-০ (ও-৩),
সাকিব : ১০-১-৩৯-২ (ও-১),
মাহমুদুল্লাহ : ৩.৫-০-৩৩-১ (ও-১)।
ফল : বাংলাদেশ ৪ রানে জয়ী।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
For add
For add
For add
For add
for Add