for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ ডিসেম্বর ২০২২, বুধবার, ১২:২১:৪৩
সফরকারী ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিন্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশ একাদশে একজন পরিবর্তন আনা হয়েছে। হাসান মাহমুদের বদলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ।
হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে। টি-স্পোর্টস ও গাজী টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে।
গত ৪ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ।
উল্লেখ্য এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ও ভারত ৩৭ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে বাংলাদেশ জিতেছে ৬টিতে। ভারতের জয় ৩০টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।
For add
For add
For add
For add
for Add