for Add

পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবছে বাংলাদেশ

আগের খেলার স্মৃতি এবং বিতর্ককে পেছনে ফেলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মনোযোগ দিতে চায় বাংলাদেশ। বাংলাদেশ পেসার তাসকিন বলেছেন পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে এবারের আসরটি স্মরণীয় করে রাখতে চায় দল।

রোববার অ্যাডিলেড ওভালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অলৌকিক কিছু না ঘটলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই হবে বাংলাদেশের শেষ ম্যাচ।

কারেন রোলটন ওভাল মাঠে বাংলাদেশের অনুশীলন শেষে শুক্রবার তাসকিন বলেন, ‘আমাদের লক্ষ্য-সেরাটা দেয়া এবং শেষ ম্যাচে জেতা। অতীতে যা ঘটেছে তা নিয়ে ভাবতে চাই না এবং আসলে আমরা এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না।’

গাণিতিকভাবে এখনও সেমিফাইনালের দৌঁড়ে টিকে আছে বাংলাদেশ। কিন্তু তা নির্ভর করছে যদি-কিন্তর উপর। প্রথমে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে এবং এরপর ভারত বা দক্ষিণ আফ্রিকাকে যথাক্রমে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে শেষ ম্যাচে বড় ব্যবধানে হারতে হবে।

তাসকিন বলেন, ‘সেমিফাইনালে উঠতে হলে অনেক হিসাব-নিকাশ করতে হবে। এটা নিয়ন্ত্রণের বাইরে। আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তা হলো-পরের ম্যাচে ভালো খেলা এবং এটাই আমাদের লক্ষ্য। আমরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি জিততে চাই।’

আগের ম্যাচে ভারতকে হারালে কোন হিসাব-নিকাশের করার প্রয়োজন হতো না বাংলাদেশের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বৃষ্টি আইনে পাঁচ রানে হেরেছে টাইগাররা। ম্যাচটি কিছু বিতর্ক তৈরি করেছে। বৃষ্টির পর মাঠটি সম্পূর্ণ শুকানোর পর পুনরায় খেলতে চেয়েছিলো বাংলাদেশ। খেলোয়াড়দের মতে, আম্পায়াররা তাদের কথা শোনেনি।

পরে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির বিরুদ্ধে ফেক ফিল্ডিংয়ের অভিযোগ করেন সহঅধিনায়ক নুরুল হাসান সোহান। তার মতে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার ঠিক আগে অফ সাইডে অর্শদ্বীপ সিং এর কাছ থেকে পয়েন্টে দাঁড়িয়ে বল ছুঁড়ে মারার ভঙ্গি করেন বিরাট কোহলি।

সোহান জানান, ফেক অ্যাকশনের জন্য ভারতকে পেনাল্টি হিসেবে পাঁচ দিতে আম্পায়ারের সাথে আলোচনা করেছিলেন। তাসকিন জানান, অতীত হওয়া ঐ দু’টি ঘটনা নিয়ে মোটেও ভাবছেন না তারা। ঐসব বিষয়গুলোকে পেছনে ফেলে পরবর্তী ম্যাচে ফোকাস করতে চান।

তাসকিন বলেন, ‘আপনারা জানেন এটি আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি আম্পায়ারদের সিদ্ধান্ত বা অন্য কিছু। তবে হ্যাঁ, কিছু বিষয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ফেক থ্রো বা অন্য বিষয়। আসলে এসব আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এসব নিয়ে ভাবার কোন মানে নেই। আর সবচেয়ে বড় কথা ম্যাচটা এখন অতীত। তাই আমরা সামনের ম্যাচ নিয়ে ভাবতে চাই।’

তাসকিন আরও বলেন, ‘আইসিসি ইভেন্ট হিসেবে অবশ্যই সবকিছু তাদের অধীনে। এটা তাদের উপর নির্ভর করে। যদিও বিষয়গুলো আমাদের পক্ষে গেলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু যেহেতু এটি এখন আর ফিরিয়ে আনতে পারছি না তাই আমরা এসব নিয়ে ভাবছিও না। পরের ম্যাচে সেরাটা দেয়াই মূল লক্ষ্য।’

পাকিস্তানকে কঠিন প্রতিপক্ষ করেন তাসকিন। কিন্তু টি-টোয়েন্টি খেলাটা অনিশ্চিয়তার উপর নির্ভর করে। তাসকিন বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে কোন বিষয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন। শুধু একটি জিনিস মোমেন্টাম পরিবর্তন করতে পারে। যদি আমাদের বোলাররা ভালো বোলিং করতে পারে এবং প্রতিপক্ষকে ১৬০ বা ১৫০এর মধ্যে আটকে রাখতে পারে। আমি মনে করি, আমাদের জয়ের ভালো সুযোগ আছে।’

সব সংবাদ

আইপিএলের দশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড : নেই কোন বাংলাদেশী ক্রিকেটার জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ৩০ নভেম্বর আইপিএলের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি পান্ত লাল-সবুজ জার্সিতে অনিশ্চিত হামজা চ্যালেঞ্জ কাপ জিতে আরেকটি ইতিহাস কিংসের ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় বিদায়ের আগ মুহূর্তে আবেগঘন পোস্ট কায়েসের গোল মিসের মহড়ায় মালদ্বীপের কাছে হার জানুয়ারিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৮ গোল করে নতুন রেকর্ড চেলসির ট্রাম্পকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু ম্যাচের মাঝেই বজ্রপাত > এক ফুটবলারের মৃত্যু তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ শুরু দাবিগুলো পূরণ করার চেষ্টা করব : প্রধান উপদেষ্টা আফগানিস্তান সিরিজে শান্তই অধিনায়ক শনিবার যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা একনজরে বিপিএলের দলগুলো সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা জেনে নিন বাফুফে নির্বাচনে কে কোন পদে… ফুটবলপ্রিয় বন্ধুকে নিয়ে স্মরণ সভা ‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’ নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ আদালতের নতুন রায়ে ‘দুঃস্বপ্ন ভাঙলো’ পগবার স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ রেকর্ড গড়ে বাংলাদেশকে হারালো ভারত নয় বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সাকিবকে নিরাপত্তা দেওয়া নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের হামলার হুমকির পর কানপুর টেস্ট শুনছে মেঘের গর্জন বাংলাদেশের জার্সিতে খেললে ইংল্যান্ডের কোনো আপত্তি নেই জ্যোতিদের লক্ষ্য বিশ্বকাপ সেমিফাইনাল বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল ভারতের কাছে হারলো বাংলাদেশ সিরিয়ার কাছে ৪ গোলে হারলো বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের কাছে হার ফিফা র‍্যাংকিং আরো পেছাল বাংলাদেশ তরফদারের প্রতিদ্বন্দ্বী কি তাহলে তাবিথ আউয়াল? ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয় : সৌরভ গাঙ্গুলি মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল! বাফুফে সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন ভারতে টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শান্ত

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add