for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ অক্টোবর ২০২২, শনিবার, ২:৩৯:৫৭
হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে শুক্রবার একমি চট্টগ্রাম ৩-২ গোলে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনাকে এবং একই ব্যবধানে রূপায়ন সিটি কুমিল্লা ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মাকে পরাজিত করে। দুটি খেলায় ফ্লাডলাইটে মও্লানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ২৬ মিনিটে রিভিউ থেকে একমি পেনাল্টি কর্নার পেলে জার্মান এলভিস স্পারলিংয়ের পুশ থেকে ভারতীয় অধিনায়ক দেবিন্দার বাল্মিকির সাইফের গোলরক্ষক কুজুকে পরাস্ত করে গোলে ১-০ গোলে দলকে এগিয়ে নেন।
কিন্তু ৩৪ মিনিটেই সমতায় ফেরে সাইফ। পেনাল্টি কর্নার থেকে রাজুর পুশ থেকে অধিনায়ক খোরশেদ গোলমুখি হিট নিলে একমির গোলরক্ষক সজিবের গায়ে প্রতিহত হলেও ফিরতি হিটে তানজিম গোল করে দলকে ১-১ গোলে সমতায় ফেরান।
তবে ৩৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ফের এগিয়ে যায় একমি ২-১ গোলে। এলভিস স্পার্লিংয়ের পুশ থেকে ড্র্যাগফ্লিকে নিজের ও দলের দ্বিতীয় গোল তুলে নেন দেবিন্দার।
এরপর ফ্লোরিয়ান স্পার্লিং ৫৩ মিনিটে গোল করলে একমি ৩-১ ব্যবধানে সহজ জয়ের পথে হাঁটতে শুরু করে। মালয়েশিয়ান হাফিজ নাইনোলের কাটব্যাক থেকে রাজীবের পাস থেকে ফ্লিকে গোল তুলে নেন ফ্লোরিয়ান। গোল করেই প্রতিপক্ষের স্টিকের আঘাতে জার্মান এ স্ট্রাইকার মাঠ ছাড়েন।
যদিও খেলা শেষ হওয়ার এক মিনিট আগে সাইফ গোল পরিশোধ করে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনে ৩-২ গোলে। পেনাল্টি কর্নার থেকে তানজিমের পুশ থেকে আর্জেন্টাইন গুইডো বেরিওর্স গোল করেন।
এদিকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’তে হার দিয়ে শুরু করেছে ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মা। তারা রূপায়ন সিটি কুমিল্লার কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে।
খেলা মাঠে গড়ানোর মাত্র ২ মিনিটের মধ্যেই গোলের দেখা পেয়ে যায় রূপায়ন সিটি কুমিল্লা। সাইদুর রহমান সাজুর ফিল্ড গোলে ১-০ এগিয়ে যায় দলটি।
এরপর ৭ মিনিটে সোহানুর রহমান সবুজের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেইনি রূপায়ন সিটি।
শুধু তাই নয়, ২৩ মিনিটে তৃতীয় গোল করেন পুস্কার ক্ষিসা মিমো। এটি হয়েছে ফিল্ড গোল। এরফলে মাত্র ২৩ মিনিটেই রূপায়ন সিটি ৩-০ গোলে এগিয়ে যায়।
পরপর তিন গোল হজম করার পর হুশ ফেরে সাকিবের দলের। সেই থেকে শুরু হয় গোল পরিশোধের পাল্লা। ৫৬ মিনিটে মিয়া তানিমিতসু একটি ফিল্ড গোলে মোনার্ক পদ্মা ৩-১ গোলে ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করে।
আক্রমণ-পাল্টা আক্রমণের ধারাবাহিকতায় ৫৭ মিনিটে আরেকটি গোল পরিশোধ করে মোনার্ক পদ্মা। ফিল্ড গোল করেন সিও। তাতে আরো ব্যবধান কমে আসে ৩-২ গোলে।
ম্যাচের শেষ দিকে দারুণভাবে জ্বলে উঠেছিল মোনার্ক পদ্মা। শেষ মুহূর্তে দলটি সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। ফলে রূপায়ন সিটি কুমিল্লার হেরে যায় ৩-২ গোলের পরাজয় নিয়ে সাকিবের মোনার্ক পদ্মা মাঠ ছাড়ে।
For add
For add
For add
For add
for Add