for Add
নিজস্ব প্রতিবেদক : ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ৬:১৯:২১
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী ১ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে। তিন দেশের অংশগ্রহণে এ আসর ১১ নভেম্বর শেষ হবে।
অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে নেপাল, ভুটান ও স্বাগতিক বাংলাদেশ। ভারত অবশ্য এ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে না।
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে ম্যাচগুলো কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আসন্ন এ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে গঠিত লোকাল অর্গানাইজিং কমিটি’র এক সভা ২৬ অক্টোবর বাফুফে ভবনের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। উপস্থিত ছিলেন বাফুফে ও লোকাল অর্গানাইজিং কমিটি’র সদস্য জাকির হোসেন চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম নুরু, টিপু সুলতান, মো. ইলিয়াস হোসেন, লোকাল অর্গানাইজিং কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু, কামরুল হাসান হিলটন, গাজী সারোয়ার হোসেন বাবু ও নাসরিন আক্তার বেবী।
For add
For add
For add
For add
for Add