for Add
বাসস : ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ১৭:৫৯:৫০

প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয়টিতেও জয় চায় ইংল্যান্ড ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরু করে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
আগামীকাল গ্রুপ-১এ সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। অবশ্য কাগজ-কলমের হিসেবে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামবে হট ফেভারিট ইংল্যান্ড।
অন্য দিকে সুপার টুয়েলভ পর্বে শ্রীলংকার কাছে নিজেদের প্রথম ম্যাচে হারলেও ঘুরে দাঁড়াতে চায় আয়ারল্যান্ড।
আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দুই ইউরোপীয় ইংল্যান্ড-আয়ারল্যান্ডের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। ১১ বছর পর টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের মত লড়াই করবে ইংল্যান্ড-আয়ারল্যান্ড।
টি-টোয়েন্টি ফরম্যাটে একবার মাত্র দেখা হয়েছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে হওয়া ঐ ম্যাচটিতে কেউই জিততে পারেনি। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।
ইংল্যান্ড দল : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, টাইমাল মিলস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।
আয়ারল্যান্ড দল : এন্ডি ব্যালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাইডার, কার্টিস ক্যাম্ফার, গ্রেথ ডেলেনি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, জস লিটল, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।
For add
For add
For add
For add
for Add