for Add
বাসস : ২০ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ২০:১১:৩৪

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ।
প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে আজ সুপার টুয়েলভ নিশ্চিত করে নেদারল্যান্ডস। আগামী ২৪ অক্টোবর সুপার টুয়েলভে গ্রুপ-২ এ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে প্রথম মাঠে নামবে সাকিব আল হাসানের দল।
গত বিশ্বকাপেই সুপার টুয়েলভ নিশ্চিত করা বাংলাদেশ এবার শেষ ১২ এর লড়াইয়ে গ্রুপ-২ এ আছে ।
বাংলাদেশের মতো গত বিশ্বকাপেই সুপার টুয়েলভ নিশ্চিত করে গ্রুপ-২ এ আছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাকী আরও একটি দল আসবে প্রথম রাউন্ডের গ্রুপ ‘বি’ থেকে। প্রথম রাউন্ডের গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন দল সুপার টুয়েলভে গ্রুপ-২ এ বাংলাদেশের প্রতিপক্ষ হবে। যা আগামীকাল প্রথম রাউন্ড শেষে জানা যাবে।
প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’তে চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে উঠেছে শ্রীলঙ্কা। সুপার টুয়েলভে গ্রুপ-১ এ খেলবে লঙ্কানরা। সেখানে তাদের অন্য পাঁচ প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও প্রথম রাউন্ডে গ্রুপ ‘বি’ রানার্সআপ দল।
২৩ অক্টোবর প্রথম রাউন্ডে গ্রুপ ‘বি’ রানার্সআপ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টুয়েলভ শুরু করবে সর্বশেষ এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
২৪ অক্টোবর : বাংলাদেশ-নেদারল্যান্ড, হোবার্ট, সকাল ১০টা
২৭ অক্টোবর : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, সিডনি, সকাল ৯টা
৩০ অক্টোবর : বাংলাদেশ-প্রথম রাউন্ড ‘বি গ্রুপ চ্যাম্পিয়ন, ব্রিজবেন, সকাল ৯টা
২ নভেম্বর : বাংলাদেশ-ভারত, অ্যাডিলেড, দুপুর ২টা
৬ নভেম্বর : বাংলাদেশ-পাকিস্তান, অ্যাডিলেড, সকাল ১০টা
For add
For add
For add
For add
for Add