for Add
বাসস : ১৯ অক্টোবর ২০২২, বুধবার, ১:৪১:০৪
অস্ট্রেলিয়ার মাটিতে চলমান অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন সংযুক্ত আরব আমিরাতের ডান-হাতি লেগ-স্পিনার কার্তিক মিয়াপ্পন।
মঙ্গলবার টুর্নামেন্টের ষষ্ঠ ও প্রথম রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেন আমিরাতের ২২ বছর বয়সী মিয়াপ্পন।
ভিক্টোরিয়ার জিলংয়ে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে লঙ্কার মুখোমুখি হয় আরব আমিরাত। টস জিতে প্রথমে বোলিং করতে নামে আরব আমিরাত।
লঙ্কানরা ইনিংসের ১৫তম ওভারে তৃতীয়বারের মতো বোলিং করতে এসে প্রথম তিন বলে ৩ রান দেন তিনি। চতুর্থ বলে ভানুকা রাজাপাকসে, পঞ্চম বলে চারিথা আসালঙ্কা এবং শেষ বলে অধিনায়ক দাসুন শানাকাকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন ভারতে জন্মগ্রহণকারী। রাজাপাকসে ৫, আসালঙ্কা-শানাকা খালি হাতে ফিরেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন মিয়াপ্পন। এর আগে ২০০৭ আসরে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি, ২০২১ আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, একই বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা এবং ওই বছরই ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা হ্যাট্ট্রিক করেন।
পুরুষ বিভাগে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে আইসিসির সহযোগী দেশের প্রথম খেলোয়াড় হিসেবে কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে হ্যাটট্রিক নজির গড়লেন মিয়াপ্পন।
আরব আমিরাতের হয়ে প্রথম এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৯তম হ্যাটট্রিকম্যান হিসেবে রেকর্ড বইয়ে নাম তুললেন মেইয়াপ্পন।
হ্যাটট্রিক করা ম্যাচে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন মিয়াপ্পন।
For add
For add
For add
For add
for Add